Nadia: নির্বাচনের আগে উদ্ধার জাল ভোটার কার্ড

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নদীয়ার (Nadia) শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণ কালিতলা এলাকায় উদ্ধার হয় বস্তা ভর্তি ভুয়ো (fake Voter ID cards) ভোটার কার্ড। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার, স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখেন, যেখানে চারপাশের আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড ছড়িয়ে ছিল। এরপর বস্তাটি খুলতেই দেখা যায়, সেটির মধ্যে প্রচুর ভুয়ো ভোটার কার্ড রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সমস্ত ভোটার কার্ড সংগ্রহ করে থানায় নিয়ে যায়। সূত্রের খবর, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলোর (Election ID) ঠিকানা বিভিন্ন জেলার – কোথাও উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), কোথাও হুগলি (Hooghly), আবার কিছু কার্ডের ঠিকানা নদীয়ার (Nadia) বিভিন্ন অঞ্চলের। কে বা কারা এই ভুয়ো কার্ড গুলি এখানে ফেলে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:- Siliguri: মজুরি – বোনাসের দাবিতে রাজপথে চা শ্রমিকরা

এই ঘটনাকে (Nadia) কেন্দ্র করে বিজেপি (BJP) এবং তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে নতুন করে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। বিজেপি নেতা সোমনাথ কর অভিযোগ করেন, আদালতের নির্দেশে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার (Aadhaar Linking with Voter ID) সংযুক্তিকরণ বাধ্যতামূলক হওয়ার পরই শাসক দলের দুষ্কৃতীরা নিজেদের অবৈধ ভোটার কার্ড গোপন করার জন্য ফেলে দিয়েছে। তিনি বলেন, “এই ভুয়ো ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে (Election Fraud) কাজে লাগানো হতো। আমরা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।” তবে বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় কাউন্সিলর শ্যাম সাহা জানান, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করার জন্য বিশেষ অভিযান চালাচ্ছি। বিজেপি রাজনৈতিক চক্রান্ত করেই এমন পরিস্থিতি তৈরি করেছে। প্রশাসন এবং নির্বাচন কমিশন (Election Commission of India) নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত করবে। শাসক দল এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

ভোটার কার্ড সংক্রান্ত এই ঘটনার (Nadia) পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এত সংখ্যক ভুয়ো ভোটার কার্ড কীভাবে তৈরি হলো? বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেও, স্থানীয়দের দাবি, নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ভোটার কার্ড পরিচয়পত্র (Identity Proof) হিসেবে ব্যবহৃত হয়। রাজনৈতিক তরজা যাই হোক, প্রশাসনের দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT