Jhargram : ঝাড়গ্রামের তরুণ প্রতিভাদের জাতীয় পর্যায়ে উত্থান, সংবর্ধিত হলেন বিজয়ীরা

ক্রীড়া জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ঝাড়গ্রাম জেলা (Jhargram) ক্রমাগত ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনছে। জেলার ছাত্রছাত্রীরা শুধু রাজ্য নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের প্রতিভার ছাপ রেখে চলেছে। সম্প্রতি ঝাড়গ্রাম জেলার তিন ছাত্রছাত্রী জাতীয় স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। তাদের এই সাফল্যকে সম্মান জানাতে ‘ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস্ এন্ড স্পোর্টস’ ঝাড়গ্রামের উদ্যোগে ঝাড়গ্রাম স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: IPL 2025: বদলে যাচ্ছে যেসব নিয়ম

সংবর্ধিত হওয়া ছাত্রছাত্রীরা হল জুয়েল সরকার, আয়ূষী শুই এবং ওবামী মুর্মু। এই তিনজনই ঝাড়গ্রাম জেলার (Jhargram) গর্ব হয়ে উঠেছে। জুয়েল সরকার তীরন্দাজিতে ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে কৃতিত্ব অর্জন করেছে, যা জেলার ক্রীড়াজগতের জন্য এক গৌরবের মুহূর্ত। অপরদিকে, আয়ূষী শুই যোগা বিভাগে এবং ওবামী মুর্মু অ্যাথলেটিক্স বিভাগে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। তাদের এই অসাধারণ সাফল্যকে স্বীকৃতি জানিয়ে এদিন এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তি ভূষণ গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের রাজ্য নেত্রী দিতি শীট, ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক রঞ্জিত পাতর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবর্ধনার সময় ছাত্রছাত্রীদের হাতে ফুলের তোড়া, উপহার সামগ্রী এবং স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা এই তিন প্রতিভাবান ক্রীড়াবিদের প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। ঝাড়গ্রাম জেলা (Jhargram) বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক রঞ্জিত পাতর বলেন, ‘জেলার ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য আমরা বরাবরই ছাত্রছাত্রীদের পাশে রয়েছি। আজকের এই তিন প্রতিভাবান ছাত্রছাত্রী আগামী দিনে আরও বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবে, এই আশাই করি।’

এছাড়াও, ঝাড়গ্রাম জেলা (Jhargram) মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তি ভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই তিনজন আমাদের জেলার গর্ব। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সাফল্য অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও এগিয়ে যাওয়ার যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, তা অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

Jhargram

সংবর্ধিত ছাত্রছাত্রীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে। জুয়েল সরকার বলেন, ‘এই সাফল্য সহজ ছিল না। কঠোর অনুশীলন, অধ্যবসায় এবং আমার কোচ ও পরিবারের সহযোগিতাতেই এই পর্যায়ে আসতে পেরেছি। এই সম্মান পেয়ে আমি গর্বিত এবং আগামী দিনে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব।’

আয়ূষী শুই যোগা প্রতিযোগিতায় জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে। তার কথায়, ‘যোগা শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি এক বিশেষ ধরণের মনোসংযোগের মাধ্যম। আমি আমার প্রশিক্ষকদের এবং পরিবারের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন।’ ওবামী মুর্মু এদিন অ্যাথলেটিক্সে তার নজরকাড়া পারফরম্যান্স দেখান। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভালোবাসতাম। এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করে দেশের জন্য পদক জিততে চাই।’

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করেন এবং ভবিষ্যতে তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। ঝাড়গ্রামের মতো একটি জেলা থেকে এতজন ক্রীড়াবিদ জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে, যা গোটা জেলার জন্য গর্বের বিষয়। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে এক সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতে এমন প্রতিভাবান ছাত্রছাত্রীদের আরও বেশি সুযোগ দেওয়া হবে এবং তাদের প্রশিক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝাড়গ্রাম (Jhargram) আবারও প্রমাণ করল যে, শুধুমাত্র অ্যাকাডেমিক ক্ষেত্রে নয়, ক্রীড়াক্ষেত্রেও জেলার ছাত্রছাত্রীরা অনন্য নজির সৃষ্টি করছে। ভবিষ্যতে তারা আরও বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবে, এটাই সকলের প্রত্যাশা।