নিউজ পোল ব্যুরো: কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) শ্রীলঙ্কা (Sri Lanka) সফরের কথা জানানো হয়েছিল। তবে কবে কোন দন বা কখন যাবেন সেই নিয়ে জানানো হয়নি তথ্য। কলম্বোর তরফে জানানো হলেও নয়াদিল্লি মোদীর শ্রীলঙ্কা সফর নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। এর মধ্যেই রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে শুক্রবার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে যাচ্ছেন শ্রীলঙ্কা সফরে।
রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে জানিয়েছেন ৫ এপ্রিল শ্রীলঙ্কা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর সফরের তারিখ ঘোষণা করার সময় দিশানায়েকে সংসদে একটি বিবৃতি দিয়েছেন। গত সপ্তাহে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথের ঘোষণা অনুসারে, গত বছর রাষ্ট্রপতি দিশানায়েকের দিল্লি সফরের সময় সম্পাদিত চুক্তিগুলি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কা সফর আসবেন। রাষ্ট্রপতি সংসদকে আরও জানান যে পূর্ব বন্দর জেলা ত্রিনকোমালিতে সামপুর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের একই সময়ে শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি দিশানায়েকে জানিয়েছেন দেশের স্থিতিশীলতার কারণে প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কা সফর করছেন। মোদীর সফর নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াথিসা ঘোষণা করেছিলেন গত মাসে, শ্রীলঙ্কা এবং ভারত দ্বীপরাষ্ট্রটিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।
আরও পড়ুনঃ London: বিমানবন্দরে আগুনের জেরে পিছিয়েছে যাত্রা, জেনে নিন কখন লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা জানিয়েছিলেন, “সিলন বিদ্যুৎ বোর্ড এবং জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ত্রিনকোমালির সামপুরে ৫০ মেগাওয়াট (প্রথম পর্যায়) এবং ৭০ মেগাওয়াট (দ্বিতীয় পর্যায়) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য শ্রীলঙ্কা সরকার এবং ভারত সরকারের মধ্যে ঐকমত্য হয়েছে।” এর আগে, ভারতের এনটিপিসি একই স্থানে একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার কথা ছিল। নতুন যৌথ উদ্যোগে এটিকে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তরিত করা হবে। হেরাথ আরও জানান যে, প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) সফরের সময়, সামপুর সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ছাড়াও বেশ কয়েকটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/