Shreya Ghoshal: আইপিএল-এ শ্রেয়া ঘোষালের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড়

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ২০২৫ সালের আইপিএল (IPL 2025) কলকাতার ইডেন গার্ডেনে (Eden Gardens) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল। তবে এই অনুষ্ঠান ঘিরে বাঙালি দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কারণ, বাংলা ভাষার গানে সমৃদ্ধ কলকাতায় অনুষ্ঠিত এই আসরে, বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) একটিও বাংলা গান পরিবেশন করেননি। তার গানের তালিকায় ছিল একাধিক জনপ্রিয় হিন্দি গান (Hindi Songs), যা অনেকের কাছে হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২২ মার্চ, শনিবার কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান (IPL Opening Ceremony) অনুষ্ঠিত হয়। সঙ্গীতের ছন্দে দর্শকদের মাতিয়ে তুলেছিলেন শ্রেয়া ঘোষাল। মঞ্চ কাঁপিয়েছিলেন ‘যুবা’ (Yuva), ‘মা তুঝে সালাম’ (Maa Tujhe Salaam), ‘রং দে বাসন্তী’ (Rang De Basanti), ‘ঘুমার’ (Ghoomar), এবং ‘ঢোল বাজে’ (Dhol Baaje) এর মতো একাধিক হিন্দি গানে। কিন্তু একটি বাংলা গানও তিনি গাইনি, যা অনেকের মনেই ক্ষোভের জন্ম দিয়েছে।

আরও পড়ুন:- Ranbir Kapoor: আলিয়া নয়, দীপিকাই ছিল রণবীরের জীবনে সত্যিকারের প্রেম!

কলকাতার দর্শকদের আশা ছিল, বাংলার মাটিতে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে অন্তত একটি হলেও বাংলা গান (Bengali Song) শোনা যাবে। কিন্তু তা হয়নি, আর সেটাই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে শুরু করে বিভিন্ন মহলে এই প্রসঙ্গে আলোচনা চলছে। এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন টলিউড (Tollywood) অভিনেতা এবং বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “শ্রেয়া একজন বাঙালি গায়িকা। কলকাতার মঞ্চে পারফর্ম করতে এসে তিনি যদি অন্তত দু-লাইন বাংলা গানও গাইতেন, তাহলে ভালো লাগত। আমরা বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যাই, তাহলে তা খুবই দুঃখজনক।”তার বক্তব্যে স্পষ্ট, তিনি শ্রেয়ার পারফরম্যান্স নিয়ে একেবারে অসন্তুষ্ট নন, তবে বাংলা গান উপেক্ষিত হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

সোশ্যাল মিডিয়ায় শ্রেয়ার এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে হয়তো তিনি (Shreya Ghoshal) শুধুমাত্র হিন্দি গানই গেয়েছেন। আবার অনেকেই মনে করছেন, বাংলার মাটিতে বাংলা গানের প্রতি এমন অবহেলা একেবারেই কাম্য নয়। গত বছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন আরেক জনপ্রিয় বাঙালি গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তিনি বাংলা গান পরিবেশন করেছিলেন, যা বাঙালি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। সেই তুলনায় এবার শ্রেয়ার (Shreya Ghoshal) পারফরম্যান্স কিছুটা হতাশ করেছে বাঙালি সংগীতপ্রেমীদের। এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি শ্রেয়া ঘোষাল। সাধারণত, সমালোচনাগুলোকে তিনি খুব একটা গুরুত্ব দেন না। বরং নিজের পেশাদারিত্বের ওপরেই বেশি জোর দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং তিনি নিজের আগামী কনসার্ট এবং অন্যান্য পারফরম্যান্সের প্রচারেই বেশি মনোযোগী বলে মনে হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বাঙালি দর্শকদের আবেগ ও প্রত্যাশার সঙ্গে বাংলা গানের একটি বিশেষ সংযোগ রয়েছে। তাই কলকাতার মতো এক ঐতিহ্যবাহী স্থানে আয়োজিত এই বিশাল আসরে বাংলা গান শোনা যাবে, এটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা। তবে শ্রেয়ার পারফরম্যান্সে বাংলা গান না থাকায় অনেকে হতাশ হয়েছেন। এই বিতর্ক হয়তো ধীরে ধীরে স্তিমিত হয়ে যাবে, কিন্তু এটি একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে—বাংলার শিল্পীরাই যদি বাংলাকে এভাবে এড়িয়ে যান, তবে বাংলা গানের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে?