নিউজ পোল ব্যুরো: ভোটের আগে প্রতিশ্রুতি, পরে ভুলে যায় প্রশাসন, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ দিনাজপুরের ঝাউবাড়ির একাধিক গ্রামের মানুষ। দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার কুমারগঞ্জ ব্লকের (Kumarganj Block) ঝাউবাড়ি খারির উপর একটি ব্রিজ তৈরী হলেই একাধিক গ্রামের মানুষ খুব সহজেই চলাচল করতে পারবে।দীর্ঘদিন ঝাউবাড়ি খারির উপর একটি ব্রিজ (Bridge) তৈরির দাবী জানিয়ে আসছেন বাসিন্দা। বারবার স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে সোমবার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা কুমারগঞ্জ-পতিরাম সড়ক অবরোধ করে তাদের দাবি জোরালোভাবে তুলে ধরেন।

ঝাউবাড়ি, ছাতিনতৈর, উত্তরপাড়া, নেত্রডাঙ্গা, পোরাঝাড়, নদীপুর-সহ প্রায় আট-দশটি গ্রামের (Villages) পাঁচ থেকে ছয় হাজার মানুষের নিত্য যাতায়াতের প্রধান পথ ঝাউবাড়ি খারি। তবে সেখানে কোনো ব্রিজ না থাকায় বর্ষার সময় চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ব্রিজ তৈরী করার দাবি জানিয়ে আসছিলেন তারা। প্রশাসনের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ না হওয়ায় তারা আন্দোলনের পথ বেছে নেন। সোমবার সকালে কলাবাড়ি (Kalabari) এলাকায় পথ অবরোধ শুরু হতেই কুমারগঞ্জ-পতিরাম সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অসংখ্য যানবাহন (Vehicles) আটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ব্রিজ না থাকায় প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে বর্ষার সময় খারির জলস্তর বেড়ে গেলে গ্রামগুলির সঙ্গে মূল এলাকার সংযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তাঁরা রাস্তা অবরোধ করেছেন।
আরও পড়ুন: Belgachia: বিপজ্জনক ঘর ছাড়তে নারাজ বেলগাছিয়া বাসিন্দা

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ। পুলিশকর্মীরা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে আন্দোলনকারীরা আপাতত অবরোধ তুলে নেন। তবে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি তাদের সাময়িক আন্দোলন। যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে তারা আরও বড় আন্দোলনে নামবেন। জানা গেছে, খুব শীঘ্রই তারা কুমারগঞ্জের বিডিও-র (BDO of Kumarganj) কাছে লিখিতভাবে তাঁদের দাবি পেশ করবেন এবং দ্রুত সমাধানের দাবি জানাবেন। স্থানীয়দের বক্তব্য, শুধু প্রতিশ্রুতি পেলেই হবে না, দ্রুত বাস্তবে রূপায়িত হওয়া দরকার। প্রশাসন যদি এবারও উপেক্ষা করে, তাহলে আগামী দিনে তাঁরা লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হবেন।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/15zZMhaq3N/