নিউজ পোল ব্যুরো: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (BKSP) শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে টসের পর হঠাৎই বুকে অস্বস্তি অনুভব করেন তিনি।
আরও পড়ুন: Virat Kohli Fan: “বিরাট স্যার ক্ষমা করে দিন” কাতর আর্জি মায়ের
সূত্রের খবর সোমবার সকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় মহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম (Tamim Iqbal) বুকে ব্যথা অনুভব করেন। মাঠে ফিজিও এসে চিকিৎসা করলেও অবস্থার উন্নতি না হওয়াই নিকটবর্তী কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় তাঁকে।
বিকেএসপির মুখ্য ক্রিকেট কোচ মন্টু দত্ত জানিয়েছেন, “টসের সময় ভালই ছিলেন তামিম (Tamim Iqbal)। কিন্তু প্রথম ওভারের পর হঠাৎই অসুস্থ বোধ করায় নিজের গাড়ি নিয়েই হাসপাতালে যান তিনি। সেখানকার চিকিৎসকরা তাঁকে ছাড়তে চাননি কিন্তু তামিম আবার ফিরে আসেন এবং ঢাকা ফেরার উদ্দেশ্যে নিজের উদ্যোগেই একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টা করেন।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এরপর আবারও বুকে ব্যথা অনুভব করলে ফের তাঁকে (Tamim Iqbal) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্তপরীক্ষা, অ্যাঞ্জিওগ্রাম করা হলে তামিমের হার্টে ব্লকেজ পাওয়া যায়। চিকিৎসকরা তড়িঘড়ি অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, “চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে। তামিম এখন বিপন্মুক্ত আছেন। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।“ ম্যাচ রেফারি দেবব্রত পাল, মহামেডান স্পোর্টিং ক্লাবকর্তা তারিকুল ইসলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ রয়েছেন হাসপাতালে। এদিন বিসিবির একটি সভা ছিল দুপুর ১২টা থেকে। তা বাতিল করা হয়েছে।