Malda Ganja Seizure:স্টেশনে ট্রলি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মালদা টাউন স্টেশনে (Malda Town Station) গাঁজা (Ganja) পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা(Malda Ganja Seizure) জিআরপি (Malda GRP)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭.২৪৩ কেজি গাঁজা, যার বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকা। পুলিশ সূত্রের খবর, ধৃতরা এই মাদকদ্রব্য (Drugs) দিল্লিতে (Delhi) পাচার করার পরিকল্পনা করছিল। জিআরপি (Government Railway Police) সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তি মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন দিল্লি ট্রেন ধরার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ (Trolley Bag) খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়ানো বিপুল পরিমান গাঁজা।

আরও পড়ুন:- Murder Case: স্ত্রীকে নৃশংস হত্যা, আত্মহত্যার চেষ্টা স্বামীর

ধৃতদের মধ্যে একজন হলো ঝন্টু সরকার (Jhantu Sarkar), যার বয়স ৩৫ বছর। সে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সাগরপাড়া থানার (Sagarpara Police Station) নরসিংহপুর গ্রামের বাসিন্দা। অন্যজন গোবিন্দ উপাধ্যায় (Gobinda Upadhyay), যার বয়স ৩৩ বছর। সে দক্ষিণ দিল্লির (South Delhi) বাদারপুর থানার (Badarpur Police Station) ফিটু রোড এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া গাঁজা দিল্লিতে পাচার (Malda Ganja Seizure) করা হতো। ধৃতরা দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক কারবারের (Illegal Drug Trade) সঙ্গে যুক্ত ছিল বলে অনুমান করছে পুলিশ। জি আর পি আই সি প্রশান্ত রায় (GRP IC Prashant Roy) জানান, ধৃতদের আদালতে (Court) পেশ করা হয়েছে এবং ঘটনার তদন্ত (Investigation) চলছে। পুলিশ খতিয়ে দেখছে, এই পাচারচক্রের (Drug Smuggling Network) সঙ্গে আর কারা যুক্ত রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় কোনো মাদক পাচার চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

রেলপথ (Railway Route) ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা দিন দিন বাড়ছে। মালদা সহ উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন স্টেশন এখন মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে (Malda Ganja Seizure)। এর আগেও একাধিকবার ট্রেনে (Train) গাঁজা ও অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, এই ধরনের পাচারচক্রকে (Smuggling Racket) আটকাতে তারা আরও তৎপর হবে। সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT