শুভম দে: হামজা চৌধুরীর বাংলাদেশের বিরুদ্ধে আটকে গেল ব্লু টাইগার্স? নাকি বলা ভাল অজস্র গোলের সুযোগ নষ্টে ঘরের মাঠে এগিয়ে যাওয়ার জায়গায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকল? তবে পয়েন্ট হারাতেও পারত যদি না সবুজ মেরুন গোলরক্ষক শেষ লগ্নে মান বাঁচাতেন। পাড়ার ফুটবলের থেকেও খারাপ খেললেন উদান্ত-কোলাসোরা। মালদ্বীপ ম্যাচের উদ্দাম উত্তেজনার ছিটেফোঁটাও দেখা গেল না মঙ্গলবার শিলংয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে (India vs Bangladesh Football)।
আরও পড়ুন: IND vs BAN Football: সুনীল-হামজা মহারণে ফুটছে দুই দেশ
ম্যাচের (India vs Bangladesh Football) শুরুতে ১৫ সেকেন্ডের মধ্যেই ভুল করে বসেন ভারতীয় গোলরক্ষক বিশাল কাইথ। বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বাংলাদেশের মোজিবর জনির পায়ে বল পাঠিয়ে দেন। তাঁর ভাগ্য ভাল যে জনির শট অল্পের জন্য বাইরে বেরিয়ে যায়। নাহলে ঘরের মাঠে ক্রমতালিকায় নীচে থাকা বাংলাদেশের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়তে হয় ভারতকে। এরপর আবার ৯ মিনিটে শাকিল তোপুর ভাসানো বল থেকে হেডে বল বাইরে মেরে বসেন উইঙ্গার শাহরিয়ার ইমন।

১২ মিনিটে আবার ব্লান্ডার করে বসেন বিশাল কাইথ। ড্রপ খেয়ে আসা বলে নিয়ন্ত্রণ হারান তিনি। বল পায়ে পেয়ে যান মিডফিল্ডার রিদয়। কোনরকমে গোললাইন সেভ করে দলের মান বাঁচান শুভাশীষ বসু। এরপর ধীরে ধীরে চালকের আসনে ফিরতে থাকেন সুনীলরা। ৩১ মিনিটে গোল করার সবথেকে সেরা সুযোগ আসে ভারতের কাছে। শুভাশীষ বল বাড়িয়ে দেন বাঁদিকে লিস্টনের উদ্দেশ্যে। লিস্টন ক্রস বাড়ায় উদান্তর উদ্দেশ্যে। কিন্তু প্রায় বছর দুয়েক পর ভারতীয় দলে ফেরা উদান্তর জোরালো শট গোললাইনে বাঁচিয়ে দেন ডিফেন্ডার শাকিল তপু। ফিরতি বলে ফারুক চৌধুরীর কাছে সুযোগ ছিল বল জালে জড়ানোর কিন্তু বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মার হাতে মেরে বসেন তিনি। মালদ্বীপ ম্যাচেও একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিলেন তিনি। এদিনও তাই করলেন।

৪১ মিনিটে খেলার গতির বিরুদ্ধে পাল্টা আক্রমণে ভারতকে চাপে ফেলে দেন জ্যাভিয়ের ক্যাবরেরার দল। রাকিব হোসেনের বাড়ানো ক্রসে রাহুল ভেকেকে কাটিয়ে বক্সের মধ্যে ঢোকেন জনি। কিন্তু এবার আর কোন ভুল করেননি বিশাল। ০-০ ফলাফলে বিরতিতে যায় দুই দল (India vs Bangladesh Football)।

দ্বিতীয়ার্ধে (India vs Bangladesh Football) খানিক প্রাণবন্ত দেখায় মানোলো মার্কেজের ছেলেদের। ৫৭ মিনিটে লিস্টনের কর্ণার থেকে সুনীলের হেড আটকে দেন বাংলাদেশের প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। এরপর এলোমেলো ফুটবল খেলতে থাকেন ফারুক, আপুইয়া, শুভাশীষরা। এরই মাঝে জাতীয় দলের হয়ে প্রথম গোল করার সুযোগ হাতছাড়া করেন মোহনবাগান অধিনায়ক শুভাশীষ বসু। ব্রাইসন-আশিক-মহেশদের নামিয়ে আক্রমণের চাপ বাড়াতে থাকেন ভারতীয় দলের স্প্যানিশ কোচ। কিন্তু বাংলাদেশের রক্ষণ ভেদ করতে পারেনি তাঁর ছেলেরা। ৮৩ মিনিটে গোল করার সুযোগ আসে অরক্ষিত সুনীল ছেত্রীর কাছে কিন্তু তাঁর হেড গোলপোস্টের বাইরে চলে যায়। হতাশায় মাথা নাড়তে দেখা যায় ভারতীয় অধিনায়ককে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ম্যাচের (India vs Bangladesh Football) শেষ মুহূর্তে ৮৯ মিনিটে গোল করার সূবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ। দেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলা বরিস বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তা পান বাংলাদেশের পরিবর্তিত খেলোয়াড় রয়েল আহমেদ ফাহিম। কিন্তু ঘরের মাঠে লজ্জার হার থেকে দেশের মান বাঁচান গোলরক্ষক বিশাল। এদিন অসাধারণ খেললেন হামজা চৌধুরী। প্রতিটি ছোঁয়াই বোঝালেন তাঁর মান। তবে তিনি যতই থাকুন না কেন সহজ সুযোগ নষ্ট না করলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তেন সুনীল বাহিনী। এই ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়ে ক্রম তালিকায় তিন নম্বরে রইলেন তারা। গ্রুপ সি -এর সবকটি দলের পয়েন্ট যদিও একই। আগামী জুন মাসে হংকং-চীনের বিরুদ্ধে খেলবে ভারত। গ্রুপের শীর্ষদল বাছাইপর্বের ফাইনাল রাউন্ড খেলবে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ০-০ বাংলাদেশ