ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, ভোগান্তিতে যাত্রীরা

কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বেশ কয়েক মাস আগে রাস্তা মেরামতির জন্য বন্ধ করা হয়েছিল দ্বিতীয় হুগলি সেতু। ফের আরো একবার বন্ধ করা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আর মাত্র ১২ ঘন্টা, তারপরেই বন্ধ করে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতু।সূত্রের খবর, ডিসেম্বরের ১ তারিখ সন্ধ্যা থেকে থেকে ২ তারিখ সকাল পর্যন্ত উরস উৎসবের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ফলে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অন্য পথে যান চলাচল করবে। তবে শুধু দ্বিতীয় হুগলির সেতুই নয়। পাশাপাশি খিদিরপুর রোড-সহ একাধিক রাস্তায় বিজ্ঞপ্তি দিয়ে যান চলাচলের নিষেধাজ্ঞা জানিয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশ। যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও রাস্তায় হেঁটে চলাফেরা করতে পারেন সাধারণ মানুষ। তবে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ থাকায় ট্রাফিকের উপর চাপ পড়বে বলে মনে করা হচ্ছে।