Afghanistan Cricket: আফগানদের নতুন ‘ঘর’ কোন দেশ?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারত-পর্ব শেষ। আগামী পাঁচ বছরের জন্য নতুন ঘরের কথা ঘোষণা আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket)। এখন থেকে আগামী পাঁচ বছর আবুধাবি হবে তাদের ঘরের মাঠ। এমনটাই চুক্তি হয়েছে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (ADCSH) -এর সঙ্গে।

আরও পড়ুন: RR vs KKR: স্পিন‌ অস্ত্রে জয়ের সরণীতে ফিরল কেকেআর

রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তান (Afghanistan Cricket) ঘরের মাঠে কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না। ফলে অন্য দেশে হোম সিরিজ খেলতে হয় তাদের। এতদিন ভারত ছিল আফগানদের ঘরের মাঠ। দেরাদুন, লখনউ এবং গ্রেটার নয়ডা এই তিন শহরে অনুশীলন থেকে হোম সিরিজ সবরকম সুযোগ সুবিধা ব্যবহার করত আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। সংযুক্ত আরব আমিরাশাহীতেও কিছু ম্যাচ খেলত তারা।

দুই দেশের ক্রিকেট কর্তাদের মধ্যে আলোচনার পর স্থির হয়েছে যে এখন থেকে আবুধাবিতে আফগানিস্তান (Afghanistan Cricket) তাদের সব প্রশিক্ষণ শিবির এবং সমস্ত ম্যাচ আয়োজন করা হবে। এছাড়াও আফগানিস্তান এ দল এবং সমস্ত রকম বয়স ভিত্তিক ম্যাচ‌ও আবুধাবিতে খেলবে রশিদ খান, মহম্মদ নবিদের দেশ। এসিবির প্রধান কার্যনির্বাহী আধিকারিক নাসিব খান জানিয়েছেন, “আবুধাবিতে সমস্ত রকমের আধুনিক ও উন্নত মানের সুযোগ সুবিধা রয়েছে। যা আফগান ক্রিকেটকে আর‌ও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা সকল দেশকেই ধন্যবাদ জানাচ্ছি যারা পাশে থেকেছেন বরাবর।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই প্রসঙ্গে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (ADCSH)-এর সিই‌ও ম্যাট বাউচার বলেন, “আফগানিস্তান ক্রিকেটকে (Afghanistan Cricket) বিশ্বমানের সবরকম সুযোগ সুবিধা প্রদান করতে পেরে আমরা আনন্দিত।বিশ্বের অনেক সেরা খেলোয়াড় এখানে খেলে গিয়েছেন। আফগানিস্তান অতীতে বেশ কিছু ম্যাচ খেলেছে এখানে। এবার আগামী পাঁচ বছর পাকাপাকিভাবে তাদের এখানে খেলার সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। এর ফলে আবুধাবি ক্রিকেট‌ও সমৃদ্ধ হবে।“