নিউজ পোল ব্যুরো: নদীয়ার নাকাশিপাড়া (Nadia News) চন্দনপুরে পারিবারিক বিবাদের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে নিজের স্ত্রী সবেদা বিবিকে (Sabeda Bibi) রাস্তায় ডেকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করলেন স্বামী মানিক শেখ (Manik Sheikh)। গুরুতর আহত অবস্থায় প্রথমে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পরে তাকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার স্বামী মানিক শেখ কর্মসূত্রে দীর্ঘদিন ধরে কেরালায় (Kerala) থাকতেন। ফলে স্ত্রী সবেদা বিবি তার মায়ের বাড়িতেই থাকতেন। কিন্তু মানিক শেখ দীর্ঘদিন ধরেই স্ত্রীকে সন্দেহ করতেন বলে পরিবার ও প্রতিবেশীদের দাবি। এই সন্দেহ থেকেই আগেও তাদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা ও ঝগড়া হয়েছে। তবে এবার সেই সন্দেহ ভয়ংকর রূপ নেয়। বৃহস্পতিবার সকালে সবেদা বিবিকে রাস্তার ধারে ডেকে আনে মানিক। প্রত্যক্ষদর্শীদের মতে, কথা বলার ছলেই আচমকা ধারালো অস্ত্র বের করে স্ত্রীর উপর এলোপাথাড়ি হামলা চালায় মানিক। ধারাল অস্ত্রের একাধিক কোপে গুরুতর আহত হয় সবেদা। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়, বিশেষত তার হাতের আঙুলে (Fingers) তিনটি গভীর কোপ লাগে। প্রচণ্ড রক্তক্ষরণের ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

আরও পড়ুন: http://Medicine Alert: জাল ওষুধের বেড়াজাল থেকে বাঁচার সহজ উপায়
ঘটনার পর অভিযুক্ত স্বামী মানিক শেখ এলাকা ছেড়ে পালিয়ে যায়। আহত সবেদাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। প্রথমে তাকে বেথুয়াডহরি হাসপাতালে (Nadia News) ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত মহিলার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন বলে স্ত্রীর ওপর সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এই নিয়েই আগেও অশান্তি চলছিল। তাদের মতে, সন্দেহ থেকেই এই ভয়ঙ্কর হামলা চালিয়েছে মানিক শেখ। হামলার পর থেকেই অভিযুক্ত মানিক শেখ পলাতক রয়েছে। নাকাশিপাড়া থানার পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের সাহায্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/14FCeG3gG2j/