শুভম দে: কথায় বলে তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। অনেকগুলো বসন্ত পিছনে ফেলে এসেছেন । তাঁদের জীবনে এখন পাতাঝড়ার মরশুম। কিন্তু তারপরেও বসন্তের রঙ এতটুকুও ফিকে হয়নি বাগুইআটির রবিন পাত্র, অমল মন্ডল, সুরেশ দাস, স্বপন মন্ডলদের জীবনে। শক্ত করে তাঁরা ধরেছেন একে অপরের হাত। চামড়া কুঁচকেছে, বলিরেখা পড়েছে মুখে। কালের নিয়মে এখন তাঁরা ন্যুব্জ। তবুও ঝড়ে পড়ার আগে নতুন উদ্যমে ‘কচি’ পাতাদের সঠিক দিশা দেখাতে এগিয়ে এসেছেন তাঁরা। নাহ্ তাঁরা ‘ব্রাত্য’ নন। সমাজের তাঁদের বলা হয় ‘প্রবীণ’। কর্মই মানুষের পরিচয়। সেই কর্মের দ্বারাই সমাজের বুকে ছাপ ফেলতে চাইছে বাগুইআটির (Baguiati) ‘অবসর’।
আরও পড়ুন: Barasat Stadium: বারাসাত স্টেডিয়ামের নবজাগরণ, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
বাগুইআটির (Baguiati) উদয়ন পল্লীতে বেশকিছুজন অবসরপ্রাপ্ত কর্মী একসঙ্গে আড্ডা দিতেন। রোজকার ওঠা বসা, একসঙ্গে চা খাওয়া, আড্ডা দেওয়া। চায়ের কাপ হাতে নিয়ে জমত রাজনীতি থেকে দেশ-বিদেশ, খেলা নিয়ে আড্ডার আসর। এভাবেই হঠাৎ একদিন মাথায় আসে যদি কিছু করা যায়। একসঙ্গে দল বেঁধে। কিছু ভালো কাজ করা যায়। এই অবক্ষয়ের যুগে সমাজের কিছু উপকারে লাগা যায়। সেই ভাবনা থেকেই ‘অবসর’। যারা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। বয়সের কারণে নিজেরা খেলতে পারবেন না। কিন্তু মোবাইল গেমিংয়ের যুগে নব প্রজন্মদের নিয়ে একটি ষোলোদলীয় টুর্নামেন্টের আয়োজন করলেন তাঁরা। ফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্বনাথের টিম এবং মজুমদার ব্রাদার্স।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
মজুমদার ব্রাদার্স ১-০ গোলে হারায় বিশ্বনাথের দলকে। বিজয়ী দল মজুমদার ব্রাদার্স -এর হাতে তুলে দেওয়া হয় স্বর্গীয় হরিচরণ দাসের স্মৃতি নামাঙ্কিত ট্রফি এবং রানার্স আপ বিশ্বনাথের দলের হাতে তুলে দেওয়া হয় স্বর্গীয় রতনমণি দাস স্মৃতি কাপ। পুরো টুর্নামেন্টে (Baguiati) চন্দন দাস সর্বোচ্চ গোলদাতা হিসেবে নজর কেড়েছে। তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে এলাকাবাসী। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শুভ রানা। ম্যাচ পরিচালনা করেন সমীর তপাদার, যিনি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে খেলাধুলার সঠিক মূল্যায়ন করেন। তাঁর তত্ত্বাবধানে ম্যাচটি উত্তেজনাপূর্ণ হলেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এই টুর্নামেন্ট আসলে সামাজিক অবক্ষয়ের যুগে নাতিদের উৎসাহিত করতে দাদুদের এক অন্যরকম প্রয়াস। শুধু খেলা নয় ‘অবসর’ আয়োজিত এই টুর্নামেন্ট (Baguiati) একে অন্যের সঙ্গে সম্পর্কও দৃঢ় করল। ‘ঝড়ে পড়া পাতা’ আর ‘কচি পাতা’ ‘দের মধ্যে যে দূরত্ব আজকের দিনে প্রকট তা ভুলে এক মেলবন্ধনের নজির হয়ে থাকল এই টুর্নামেন্ট। ভবিষ্যতে আরও নানান সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবে ‘অবসর।‘