শুভম দে: জাতীয় দলের (Indian Football Team) ডিউটি শেষ। এবার মিশন আইএসএল প্লে-অফ (ISL Playoff)। সেই লক্ষ্য নিয়েই একের পর এক ভারতীয় ফুটবলাররা (Indian Footballers) যে যার ক্লাবে ফিরেছেন বুধবারই। মোহনবাগানেও (Mohun Bagan) ফিরেছেন শুভাশীষ (Subhasish Bose), আশিক (Ashique Kuruniyan), বিশাল (Vishal Kaith), আপুইয়ারা (Lalengmawia Ralte Apuia)। বৃহস্পতিবার থেকে অনুশীলনেও নেমে পড়লেন তাঁরা। তবে সবুজ মেরুন শিবিরে (Green and Maroon Brigade) বড় চিন্তা আপুইয়ার চোট। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে বাসে ওঠার সময়ই দৃশ্যত অসুবিধার সঙ্গে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি।
আরও পড়ুন: SRH vs LSG: হায়দ্রাবাদে মধুর প্রতিশোধ লখনউয়ের
শিলংয়ে ভারতের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের খেলাতে বাংলাদেশ বিরুদ্ধে পায়ে চোট পান এই ২৪ বছর বয়সী মিডফিল্ডার। যদিও তারপরেও পুরো ম্যাচ খেলানো হয় তাঁকে। যা নিয়েই উঠছে প্রশ্ন, চোট পাওয়া সত্ত্বেও কেন আপুইয়াকে পুরো ৯০ মিনিট খেলানো হল তার উত্তর অজানা! বিমানবন্দর থেকেই সোজা যুবভারতীতে নিয়ে আসা হয় তাঁকে। স্টেডিয়ামে বাগানের (Mohun Bagan) মেডিক্যাল টিম তাঁর আঘাত পরীক্ষা করে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা বাঁ পায়ের গোড়ালিতে লেগেছে মোহনবাগানের হয়ে সবমিলিয়ে ২৫টি ম্যাচ খেলা আপুইয়ার।

বৃহস্পতিবার অনুশীলনে পায়ে ব্যান্ডেজ বেঁধে আস্তে দেখা গেল আপুইয়াকে। যদিও চোটটি গুরুতর নয়, তবুও সেমিফাইনালের আগে কোন ঝুঁকি নিতে চাইছে না সবুজ মেরুন শিবির (Mohun Bagan)। অন্যদিকে জাতীয় দলের অনুশীলন চোট চোট পেয়েছিলেন মনবীর সিংও। মালদ্বীপের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচের আগেই কলকাতা ফিরেছিলেন তিনি। তারপর থেকে রিহ্যাবে ছিলেন। তবে বৃহস্পতিবার মূল দলের সঙ্গেই অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। এর মাঝেই চোটের কারণে আপুইয়া সেমিফাইনালে খেলতে না পারলে, মোহনবাগান কোচ হোসে মোলিনার পরিকল্পনা বড় ধাক্কা খাবে। জাতীয় দলে বারংবার একের পর এক ফুটবলার চোট-আঘাতগ্রস্ত হওয়াই ক্ষুব্ধ বাগান ম্যানেজমেন্ট।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
অন্যান্য দিনের মতই বৃহস্পতিবারও প্রথমে খানিকক্ষণ ফিজিক্যাল ট্রেনিং, তারপর নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট পাসিং প্র্যাকটিস করেন দিমি-কামিংসরা। সদ্য জাতীয় দল থেকে ফেরাই এদিন মূল দলের সঙ্গে অনুশীলন করেননি লিস্টন-শুভাশীষ-আশিক-লিস্টনরা। মূলত রিকভারির উপরেই জোর দেন তাঁরা। তবে গোলে বিশাল কাইথ ছিলেন। দুই দলের ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচও খেলেন বাগান (Mohun Bagan) ফুটবলাররা। আগামী ৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ খেলবে মেরিনার্স ব্রিগেড। প্রতিপক্ষ ৩০ মার্চ দ্বিতীয় নক-আউটে নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসি ম্যাচের বিজয়ী।