Habra: মোবাইল চুরির অপবাদ, আত্মহত্যা গৃহবধূর

জেলা

নিউজ পোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাবড়া (Habra) থানার কুমড়া কাশিপুর পঞ্চায়েতের আনোখোলা গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম কবিতা বৈদ্য(৩৬)। কয়েকদিন আগে তিনি এলাকার এক বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। বিয়েবাড়ির এক অতিথির মোবাইল চুরি যায়। ঘটনাটি জানাজানি হতেই সেই ব্যক্তি হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, তদন্ত চলাকালীন পুলিশ কবিতার কাছ থেকেই চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করে। এরপর থেকেই কবিতা মানসিকভাবে ভেঙে পড়েন। লজ্জায় তিনি নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেন এমনটাই পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের লোকজন জানিয়েছেন, মোবাইল উদ্ধারের পর থেকে কবিতা আর কারও সঙ্গে ঠিকমতো কথা বলতেন না, একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েন। এভাবেই কাটতে থাকে বেশ কয়েকদিন।

আরও পড়ুন: http://Padmapukur Lane Fire: রাতের অন্ধকারে বিধ্বংসী আগুন!

বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন কবিতাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার ঘরে ঢুকে দেখেন, তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাবড়া থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবারের দাবি, মোবাইল চুরির ঘটনা সামনে আসার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত লোক লজ্জার কারণেই তিনি আত্মহত্যার (Suicide) পথ বেছে নেন। তবে এ নিয়ে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

পুলিশ সূত্রে খবর, এরইমধ্যেই স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT