KKR vs LSG: ম্যাচ র‌ইল ইডেনেই কিন্তু কলকাতা পুলিশের মান র‌ইল কি?

আইপিএল কলকাতা ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: জল্পনা কল্পনা শেষ। অবশেষে কলকাতাতেই (Kolkata) হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখন‌উ সুপার জায়ান্টস ম্যাচ (KKR vs LSG)। শুক্রবার বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে জানানো হয়েছে এমনটাই‌। আগামী ৬ এপ্রিল রাম নবমী (Ram Navami) তাই ঐদিন ম্যাচ হলে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সিএবি (CAB), বিসিসিআই (BCCI), কলকাতা পুলিশ (Kolkata Police) সব পক্ষের মধ্যে চলে চিঠি চালাচালি। একসময় ঠিক হয় কলকাতা থেকে গুয়াহাটিতে (Guwahati) সরে যেতে পারে ম্যাচ। কিন্তু শেষমেশ ইডেনের (Eden Gardens) হবে কলকাতা বনাম লখন‌উ। তবে স্থান-কাল না বদলালেও বদলেছে তারিখ।

আরও পড়ুন: Eden Gardens: চাপের মুখে ‘ঢোঁক’ গিলতে বাধ্য হলেন ইডেন কিউরেটর

গতবছর থেকে একটা বিষয় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে কোন রাজনৈতিক হোক বা অরাজনৈতিক সভা, রোড-শো, মিটিং-মিছিল থাকলেই কলকাতা পুলিশ তার দোহাই দিয়ে অন্য কোনকিছু ইভেন্টের ক্ষেত্রে হাত তুলে নেয়। অর্থাৎ নিরাপত্তার দোহাই দিয়ে তারা পিছিয়ে আসে। আরজি কর ইস্যুর সময়ে‌ও ডুরান্ড কাপের ডার্বি পিছিয়ে গিয়েছিল এক‌ই কারণে। আর এবার আইপিএলেও গত আইপিএলের মত পিছিয়ে গেল রাম নবমীর দিনের ম্যাচ (KKR vs LSG)। এবার থেকে আইপিএলের সূচি নির্ধারণ করার সময় সংশ্লিষ্ট মহলকে রাম নবমী কবে পড়েছে তা দেখে সূচী ঠিক করতে হবে। কারণ যাই হয়ে যাক ছবিটা হয়তো বদলাবে না। কলকাতা পুলিশ রাম নবমীর দিন ম্যাচ আয়োজন করতে পারবে না।

শুক্রবার বিসিসিআইয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে কেকেআর বনাম এল‌এসজি ম্যাচ (KKR vs LSG) ৬ তারিখের বদলে হবে ৮ এপ্রিল। অর্থাৎ কলকাতা থেকে ম্যাচ সরলো না ঠিক‌ই কিন্তু ৬ তারিখ ম্যাচ করাতে পারলো না বাংলার তথাকথিত ‘স্কটল্যান্ড ইয়ার্ড’! সিএবি কোনভাবেই চায় ছিল না ম্যাচ সরে যাক গুয়াহাটিতে। তাহলে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো তাদের। তাই কলকাতা পুলিশ অনড় থাকায় স্নেহাশীষ গাঙ্গুলি বারবার চিঠি দিতে থাকেন বিসিসিআইকে। ম্যাচ সূচী বদলের আবেদন জানাতে থাকেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

কলকাতা পুলিশের পক্ষ থেকে‌ও অবস্থা বেগতিক দেখে তাদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সমাজ মাধ্যমে জানানো হয়। এরপর আইপিএল উদ্বোধনের দিন সৌরভ গাঙ্গুলি জানান, “দেখুন না কি হয়!” তখন‌ই বোঝা গিয়েছিল ম্যাচ হয়তো সরবে না ইডেন থেকে। কিন্তু রাম নবমীর দিন‌ই কি হবে তা? প্রশ্ন ছিল সেই নিয়েই। কিন্তু সব সমালোচনাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ৬ এপ্রিল‌ ইডেনে ম্যাচ করিয়ে দেখিয়ে দিতে পারল না ‘দক্ষ’ কলকাতা পুলিশ। এতে আর বীরত্ব কোথায়? বীরত্ব আছে কি? বলবেন কলকাতার ক্রিকেট অনুরাগীরা।