Purba Medinipur: পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক গ্রামবাসী

জেলা রাজ্য স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ একাধিক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে কাঁথি (Purba Medinipur) পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক গ্রামবাসী দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রামে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওই এলাকার এক বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়। পরে সেই পুজোর প্রসাদ গ্রামবাসীদের বিতরণ (Prasad Distribution) করা হয়। পুজোর প্রসাদ খেয়ে শুক্রবার সকাল থেকেই বেশ কয়েকজন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন।

প্রতিবেশীরা জানিয়েছেন, প্রথমে হালকা জ্বর, বমি ও পেটের সমস্যা দেখা গেলেও, ধীরে ধীরে ডায়রিয়া, খিচুনি, মাথা ঘোরা এবং গা-হাত-পায়ে তীব্র ব্যথার উপসর্গ দেখা দেয়। গ্রামবাসীদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থার অবনতি হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৭০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে সূত্রের খবর। এদের মধ্যে ৫৫ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে (Kanthi Subdivisional Hospital) ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Dooars: চিতাবাঘের গর্জনে কাঁপছে চা বাগান, উদ্ধারে দফতর

অসুস্থদের দেখতে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা পৌঁছে যান হাসপাতালে। প্রসাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া (Food Poisoning) ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ রায় জানান, “নারায়ণ পূজার প্রসাদ খেয়ে ৬০ জনের বেশি গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত চিকিৎসা পরিষেবা না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

স্বাস্থ্য দফতরের (Purba Medinipur) আধিকারিকরা জানিয়েছেন, খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতির ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। খাদ্যে বিষক্রিয়া (Toxic Reaction) অনেক সময় সংক্রমিত উপাদান বা দূষিত উপকরণের কারণে হতে পারে। খাবার নিরাপত্তা (Food Safety) বজায় রাখতে নিয়মিত মান নিয়ন্ত্রণ ও পরিদর্শন করা উচিত। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, অসুস্থদের চিকিৎসায় কোনো খামতি রাখা হবে না।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1A65sU4Zid/