Haldia: বিধানসভা ভোটের আগে বড় সাফল্য, শিল্পাঞ্চল দখল বামেদের

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের হলদিয়া (Haldia) শিল্পাঞ্চলে (industrial belt) ফের বামেদের জয়জয়কার। হলদিয়া বন্দরের ডক ইনস্টিটিউটের নির্বাচনে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC)–কে হারিয়ে বিপুল ভোটে জিতলো সিটু (CITU)।

আর‌ও পড়ুন: Contai Co Operative Bank Election: দিনভর উত্তেজনা, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে সবকটি আসনে জয়ী তৃণমূল

ডক ইনস্টিটিউটের (Haldia) মোট আসন সংখ্যা ১৯। এবারের নির্বাচনে সিটুর নেতৃত্বাধীন প্রগতিশীল জোট ১৩টি আসন জিতেছে। অন্যদিকে, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC) কোনোভাবে ৬টি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। শনিবার বিকেলে নির্বাচনের (election) ফল ঘোষণা হতেই বিজয় উল্লাসে মেতে ওঠেন বাম সমর্থকরা। সিটুর এই জয়কে বিধানসভা নির্বাচনের (assembly election) আগে বড়সড় সাফল্য হিসেবে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজয়ের পর সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, “তৃণমূল ও বিজেপি শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। আমরা সমস্ত শ্রমিক সংগঠনকে একত্রিত করে লড়াই করেছি। এই জয় প্রমাণ করছে, শ্রমিকরা শোষণ ও লুঠের বিরুদ্ধে রায় দিয়েছেন।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রসঙ্গত, ১৯৮০ সালে গঠিত হয় হলদিয়া (Haldia) বন্দরের এই ডক ইনস্টিটিউট। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় ধরে এখানকার ক্ষমতা ছিল বামেদের সিটুর হাতে। তবে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন (Nandigram Movement) পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুরে বামেদের প্রভাব কমতে শুরু করে। সেই সময় ডক ইনস্টিটিউটের নিয়ন্ত্রণ চলে যায় তৃণমূলের হাতে। তবে বাম শ্রমিক সংগঠন সিটু কখনোই লড়াই ছাড়েনি। একাধিক নির্বাচনের পর অবশেষে আবারও এই ইনস্টিটিউটের দখল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তারা। এবারের নির্বাচনে সিটু কংগ্রেসের (Congress) শ্রমিক সংগঠন আইএনটিইউসি (INTUC), এআইটিইউসি (AITUC) ও এইচএমএস (HMS)–কে সঙ্গে নিয়ে প্রগতিশীল জোট গঠন করেছিল। বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফলে রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। হলদিয়ার মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বামেদের এই জয় আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলবে।যদিও এই ফলাফলে বিশেষ আমল দিতে নারাজ তৃণমূল।