নিউজ পোল ব্যুরো: বর্তমান যুগে আমরা স্মার্টফোন ছাড়া অচল। তাই নতুন প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ভারতে স্মার্টফোন (Smartphone) এবং ইন্টারনেট (Internet) ব্যবহারের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটিরও বেশি। অন্যদিকে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৫ কোটির কাছাকাছি পৌঁছেছে। সহজলভ্য স্মার্টফোন এবং কম খরচে ইন্টারনেট ডাটা (Data) পাওয়ার সুবিধার কারণে ডিজিটাল প্ল্যাটফর্মের (Digital Platform) প্রতি মানুষের নির্ভরতা দিন দিন বাড়ছে।

গবেষণায় জানা গিয়েছে, প্রতিদিন গড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় ভারতীয়রা ব্যয় করছেন সোশ্যাল মিডিয়া (Social Media), ভিডিও স্ট্রিমিং (Video Streaming) এবং গেমিং (Gaming)-এর মতো অনলাইন কার্যক্রমে। ইওয়াই (EY)-এর সমীক্ষা অনুযায়ী, ভারতে ডিজিটাল কনটেন্টের (Digital Content) প্রতি ঝোঁক এতটাই বেড়েছে যে এটি প্রচলিত টেলিভিশনের (Television) জনপ্রিয়তাকে ছাপিয়ে গেছে।
২০২৪ সালে, ভারতের ডিজিটাল মিডিয়া এবং বিনোদন (Entertainment) খাতের বাজারমূল্য ২.৫ ট্রিলিয়ন রুপি (২৯.১ বিলিয়ন ডলার) অতিক্রম করেছে, যা স্পষ্টভাবে বোঝায় যে অনলাইন মাধ্যমের গুরুত্ব কতটা বেড়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ভারতীয়দের দৈনিক মোবাইল ব্যবহারের প্রায় ৭০ শতাংশ সময়ই সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking), গেমিং এবং ভিডিও দেখার মধ্যে সীমাবদ্ধ থাকছে।
আরও পড়ুনঃ http://Dilip Ghosh : “কাউকে তোষণ করি না!” সংখ্যালঘু প্রসঙ্গে বিরাট মন্তব্য দিলীপের

বর্তমানে মোবাইল স্ক্রিন টাইম (Mobile Screen Time) নিরিখে ভারত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। ভারতের ওপরে অবস্থান করছে শুধুমাত্র ব্রাজিল (Brazil) এবং ইন্দোনেশিয়া (Indonesia)। বিশাল এই ডিজিটাল বাজার দখলের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ীরা। ইলন মাস্ক (Elon Musk), মুকেশ আম্বানি (Mukesh Ambani), অ্যামাজন (Amazon), এবং মেটা (Meta)-র মতো টেক জায়ান্টরা ভারতের ডিজিটাল মার্কেটে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারের ফলে প্রচলিত মিডিয়ার জনপ্রিয়তা এবং আয় কমছে।
টেলিভিশন, সংবাদপত্র (Print Media), এবং রেডিও (Radio) আগের তুলনায় অনেকটাই কম দর্শক বা পাঠক পাচ্ছে। ফলে এই মাধ্যমগুলোর বাজারের অংশীদারিত্বেও বড় ধাক্কা লেগেছে।তবে যেভাবে মোবাইল আসক্তি (Mobile Addiction)-ও বাড়ছে, যা ভবিষ্যতে বড় সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে। অনলাইনে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/