Eid: “ওরা চায় বিভাজন”, ঈদে রেড রোড থেকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: সোমবার রেড রোডে (Red Road) গিয়ে সকলকে ঈদের (Eid) শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এদিন সকালে মুখ্যমন্ত্রী নমাজ পড়তে আসা মুসলিম সম্প্রদায়ভুক্ত সকল মানুষদের শুভেচ্ছা জানান। সেই সঙ্গেই রেড রোডের মঞ্চ থেকে বিজেপি (BJP) ও বামেদের (CPIM) এক যোগে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িকতা নিয়ে বিরোধীদের খোঁচা দিয়ে বলেন, “সব ধর্মের রক্ষায় প্রাণ দেব, আমি সর্ব ধর্মের মুখ্যমন্ত্রী”। একই সঙ্গে অক্সফোর্ডে (Oxford) ঘটা ঘটনা নিয়েও বিরোধীদের জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক করে বললেন, “কারও প্ররোচনায় পা দেবেন না ওরা চায় বিভাজন।”

শুরুতেই শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন,  ‘খুশির ঈদে, ঘরে সুখ আনুন। দাঙ্গার প্ররোচনা নয়। এটা ওদের একটা পরিকল্পনা। এই খেলায় পা দেবেন না। যদি কেউ কিছু বলে, মনে রাখবেন আপনাদের সঙ্গে দিদি আছে, অভিষেক আছে, এই গোটা সরকার আছে। কেউ আপনাদের কিছু করতে পারবে না।” বিজেপি ও বামেদের একহাত নেন মমতা। রেড রোডের মঞ্চ থেকে বলেন, “একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না।” রাম-বাম আমাকে প্রশ্ন করে, আমি হিন্দু কিনা? আমি উত্তর দিয়েছি, আমি হিন্দু, মুসলিম, শিখ ও দিনশেষে ভারতীয়। এরা কী চায়? শুধু বিভাজনের রাজনীতি করে। আমি নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি।’ মুখ্যমন্ত্রী বলেছেন,  “লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না। উসকানিতে পা দেবেন না।” মুখ্যমন্ত্রী মমতার কথায়, ‘আমি স্বামী বিবেকানন্দের ধর্ম পালন করি, রামকৃষ্ণের ধর্ম পালন করি। কিন্তু ওরা যে ধর্মটা বানিয়েছে ওটা আমি মান্যতা দিই না। ওটা হিন্দু ধর্ম-বিরোধীও।’

আরও পড়ুনঃ Eid al-Fitr: সম্প্রীতির বার্তা দিয়ে ইদের শুভেচ্ছা জানালেন মোদী-মমতা-রাহুল সহ রাজনীতিবিদরা

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সম্প্রীতির বার্তা দিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন। বলেছেন, “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে মিশে থাকতে হবে।” এর পরেই বিজেপিকে নিশানা করে বলেছেন, “জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।” রেড রোডের অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ও অভিষেক পার্কসার্কাসে পায়ে হেঁটে যান। ইদের সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/