Medicine Price Hike: ১ এপ্রিল থেকেই অপরিহার্য্য ওষুধের দাম বৃদ্ধি, জানাল সরকার

দেশ রাজ্য স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: ১ এপ্রিল থেকে বাড়ছে ক্যানসার, ডায়াবিটিস সহ অপরিহার্য ৯০০টি ওষুধের দাম (Medicine Price Hike)। পেইনকিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ডায়াবেটিকস, ক্যানসারের ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ওষুধের দাম বাড়ানোর (Medicine Price Hike) সিদ্ধান্ত (Decision) নিয়েছে কেন্দ্র সরকার (Central Government)। এর মধ্যে ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস (NLEM) এর তালিকাভুক্ত বহু ওষুধের দাম ১.৭৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে, যা হোলসেল প্রাইস ইনডেক্সের সঙ্গে সঙ্গতি রেখে করা হচ্ছে।

আরও পড়ুন: Cancer: সতর্কীকরণ মদের বোতলে

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির (NPPA) অফিস মেমোরান্ডাম অনুযায়ী, ২০২৪ সালে হোলসেল প্রাইস ইনডেক্সের বার্ষিক পরিবর্তন ১.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২৩ সালের তুলনায়। ২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারের ১৬ নম্বর অনুচ্ছেদের অধীনে, এখন থেকে কিছু নির্দিষ্ট ফর্মুলেশনের ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারকরা তাদের ম্যানুফ্যাকচারড প্রোডাক্টের ম্যাক্সিমাম রিটেইল প্রাইস বৃদ্ধি করতে পারবেন এবং এজন্য কোনও সরকারি অনুমতির প্রয়োজন হবে না।

এভাবে, প্রতি বছর একবার করে এমন ওষুধের দাম বাড়ানোর (Medicine Price Hike) নিয়ম রয়েছে। এই বর্ধিত দাম এখন থেকে কার্যকর হতে চলেছে। প্রায় এক হাজার অপরিহার্য ওষুধের মধ্যে এই দাম বৃদ্ধি প্রভাব ফেলবে। এই তালিকায় রয়েছে জনপ্রিয় ওষুধগুলি যেমন প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন (অ্যান্টিবায়োটিক), অ্যান্টি-অ্যানিমিয়া মেডিকেশন, ভিটামিন, মিনারেলস এবং কিছু স্টেরয়েড।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

ফার্মাসিউটিক্যাল শিল্পের এক্সিকিউটিভদের মতে, এই দাম বৃদ্ধির কারণে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা বলছেন, গত দু’বছর ধরে ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। এটি একটি ধারাবাহিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালে ১২ শতাংশ, ২০২২ সালে ১০ শতাংশ এবং আগের বছরেও দাম বৃদ্ধি হয়েছিল। এদিকে, ফার্মাসিউটিক্যাল উপাদানগুলির দাম গত কয়েক বছরে ১৫% থেকে ১৩০% পর্যন্ত বেড়ে গিয়েছে। এর মধ্যে প্যারাসিটামলের দামই বেড়েছে ১৩০%, গ্লিসারিন এবং প্রপিলিন গ্লাইকলের দাম যথাক্রমে ২৬৩% এবং ৮৩% বৃদ্ধি পেয়েছে। অন্যান্য এক্সিপিয়েন্টসের দামও প্রায় ১৮% থেকে ২৬২% পর্যন্ত বেড়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT