নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ভোটার কার্ডের পাশাপাশি ভারতে প্যান কার্ড ও আধার কার্ডও একটি গুরুত্বপূর্ণ আইডেন্টিটি সূচক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন বা চাকরি পরীক্ষার ফর্ম ফিলাপ করুন, আধার নম্বর ছাড়া এক পা’ও চলা মুশকিল। তবে এই গুলো আপনার জন্য কতটা নিরাপদ আপনি কি জানেন? বেশ কয়েকমাস ধরে চলছে বিভিন্ন প্রতারণা। তার মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড প্রতারণা তো অন্যতম। জানা গিয়েছে, ব্যাঙ্কের গ্রাহকদের আধার কার্ড ও প্যান সম্পর্কিত তথ্য খুব সহজেই বাইরে বেরিয়ে যাচ্ছে। ব্যাঙ্কে গ্রাহকদের বিভিন্ন আর্থিক প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে এই কারণে। গত কয়েক বছর ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে আউটসোর্সিংয়ে এজেন্সির মারফত কর্মী নিয়োগ হওয়ার পর থেকেই তথ্যের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের সামনে আসছে। শুধু তাই নয়, এই গোটা বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।ব্যাঙ্কের গ্রাহকরা সমস্ত তথ্য যে সার্ভারে রাখছেন সেই সার্ভার থেকেই তথ্য বেহাত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের প্রতিনিধিরা। রাজ্য সম্পাদক,এআইবিওসি শুভজ্যোতি চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী, এআইবিওসিসরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ব্যবস্থা করা হয়েছে। অথচ বেশ কয়েক বছর ধরে ব্যাঙ্কের স্থায়ী কর্মী নিয়োগ না হওয়ায় যথেষ্ট সমস্যায় পড়ছেন প্রকল্পের উপভোক্তা, গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীরা। অপরদিকে সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা থাকার বিষয়ে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়েছে, অথচ তা কোনওভাবেই কার্যকরী হচ্ছে না। অন্যদিকে, (সর্বভারতীয় চেয়ারম্যান)সঞ্জয় দাস জানান,রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলি অর্থনৈতিক পরিষেবার শক্তিশালী স্তম্ভ। অথচ আউটসোর্সিং এজেন্সির মারফত অস্থায়ী কর্মী নিয়োগে ব্যাঙ্কের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।