TMC MLA: বিধানসভায় গরহাজির তৃণমূল বিধায়করা, কড়া ব্যবস্থার পথে দল

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা অধিবেশন (Legislative Assembly session) চলাকালীন নিয়মিত আসছেন না তৃনমূলের (TMC MLA) একাধিক বিধায়ক । আবার দলীয় হুইপ অমান্য করে বিধানসভার বাজেট অধিবেশনে (Budget session) কিছু বিধায়করা অনুপস্থিত ছিলেন। এই ঘটনায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি (Discipline Committee) এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকতে যাচ্ছে। ৮ এপ্রিল দুপুর ২টোয় বিধানসভায় (Legislative Assembly) অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির চেয়ারম্যান এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandev Chatterjee) সভাপতিত্ব করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতারা— ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ। কেন কিছু বিধায়ক বাজেট অধিবেশন (Budget session) চলাকালীন দলের হুইপ উপেক্ষা করে উপস্থিত হননি তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

আরও পড়ুন: Dilip Ghosh : উনি বারাবার এদিক ওদিক করেন! অর্জুন সিংকে কটাক্ষ দিলীপের

দলীয় সূত্রে খবর, ১৯ ও ২০ মার্চ অধিবেশনের প্রথম দিন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত ছিলেন, তখনও বেশ কয়েকজন বিধায়ক গরহাজির ছিলেন। সেদিন গরহাজির (TMC MLA) বিধায়কের সংখ্যা ১০ জন ছিল, কিন্তু শেষ দিনে ওই সংখ্যা ৩০ জনের বেশি ছিল। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির (Discipline Committee) বৈঠক মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত (Decision) নেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন অনুপস্থিতি সংগঠনের মধ্যে শৃঙ্খলার অভাবের প্রতীক হয়ে না দাঁড়ায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন বিদেশ সফরে ছিলেন তখন এই বিষয়টি কিছুটা স্থগিত ছিল। তবে, তিনি দেশে ফিরতেই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। স্পিকারের দফতর থেকে ইতিমধ্যে এমন (TMC MLA) বিধায়কদের তালিকা এসেছে যারা ছুটির আবেদন করেছিলেন। এই তালিকা হাতে পেলে দলীয় নেতারা তাদের ব্যাখ্যা নিতে এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সক্রিয় হবেন। শৃঙ্খলা রক্ষা কমিটির (Discipline Committee) আলোচনার কেন্দ্রে থাকবে শুধুমাত্র অনুপস্থিত বিধায়কদের দায়বদ্ধতা। দলের শৃঙ্খলা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।