বেসরকারি হাসপাতালে ইডির তল্লাশি, তালিকায় যাদবপুর KPC

কলকাতা জেলা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারাদেশে মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে কোটা দুর্নীতি প্রবল। দেশজুড়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রধানত, বেশ কয়েক মাস যাবৎ মেডিক্যাল কলেজ থেকে অভিযোগ আসে টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট জমা ও এনআরআই কোটায় ভর্তির খবর। অর্থের বিনিময়ের কারণে যোগ্য ছাত্ররা বঞ্চিত হচ্ছে ডাক্তারি পড়ার সুযোগ থেকে। রাজ্যের বিভিন্ন জায়গায় – হলদিয়া, দুর্গাপুর, সল্টলেক এবং যাদবপুরে অভিযান চলেছে ইডির। সূত্রের খবর, হাসপাতাল গুলিতে ভুয়ো নথি দিয়ে, জাল করে এনআরআই শীট-এ দুর্নীতি হয়েছে। আশঙ্কা,কোটি কোটি টাকার দুর্নীতি চলছে। ফলে এটা শুধু এরাজ্যে নয় গোটা দেশ জুড়েই বিভিন্ন জায়গায় এই দুর্নীতি হয়েছে। যার জেরেই রাজ্য জুড়েই তল্লাশি শুরু করেছে ইডি।মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান শুরু হয়েছে। যাদবপুর কেপিসি মেডিক্যাল কলেজও চলে এই তল্লাশি। প্রিন্সিপালের রুমে তল্লাশি চালালে এবার ইডির আধিকারিকরা। জানা গিয়েছে,বেআইনি ভাবে বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমেই অগুন্তি জাল নথি তৈরি হচ্ছে এবং কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। তবে সেই টাকা কীভাবে লেনদেন হচ্ছে, কেন এই অনাবাসী কোটাতে জাল নথি জমা দিয়ে অ্যাডমিশন দেওয়া হল বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে সেটাই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ।ইডির সূত্রে খবর, এনআরআই কোটাতে যে নথি জমা দিয়ে ডাক্তাররা অ্যাডমিশন নিয়েছিলেন সেখানে প্রচুর জাল নথিপাওয়া গিয়েছে। সেই তথ্য পাওয়ার পর, প্রাথমিক অনুসন্ধানের পর ইডি নতুন করে এফআইআর করেছেন।