নিউজ পোল ব্যুরো: বসন্ত পেরোতেই গরমের প্রকোপে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। এপ্রিল মাস পড়তেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather Forecast) একাধিক জেলায় পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির দোরগোড়া (Saturday Weather)। টানা গরমে জনজীবন নাজেহাল, কোথাও কোথাও জারি হয়েছে তাপপ্রবাহ (Heatwave Alert) সংক্রান্ত সতর্কতা। কিন্তু এরই মধ্যে স্বস্তির খবরে আশার আলো দেখছে রাজ্য। আবহাওয়া দফতরের (IMD West Bengal) পূর্বাভাস অনুযায়ী, চলতি এপ্রিল মাসেই বঙ্গোপসাগরে (Bay of Bengal Low Pressure) তৈরি হতে চলেছে দুটি নিম্নচাপ (Depression)। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে (Cyclone Alert) পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের ওপর সরাসরি কতটা প্রভাব ফেলবে, তা এখনই বলা সম্ভব নয়।
আরও পড়ুন:- Friday Weather: শুক্রবারেই ঝড়-বৃষ্টিতে নামবে পারদ!
তবে এই আবহাওয়ার খামখেয়ালিপনায় (Weather Fluctuation) দক্ষিণবঙ্গের অনেক জেলায় আগামী কয়েকদিন ধরেই চলবে বৃষ্টি (Rainfall Forecast South Bengal)। এরফলে কিছুটা স্বস্তি মিলবে রাজ্যবাসীর, বিশেষ করে যারা তীব্র গরমে কাহিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, (Saturday Weather) আগামী মঙ্গলবার (Next Tuesday Weather Update) পর্যন্ত দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে (District-wise Rain Update) হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি (Scattered Rainfall)। সেই সঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া (Gusty Wind Alert), যা হঠাৎ করেই তাপমাত্রার পারদ নামাতে পারে। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Weather) ধীরে ধীরে তৈরি হচ্ছে বৃষ্টির পরিবেশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদা জেলায় (Darjeeling Kalimpong Rain) বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে। যদিও সপ্তাহের শেষভাগে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, তবে আগামী সপ্তাহ থেকেই ফের বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলা। যদিও আবহাওয়ার এমন ওঠানামার (Temperature Variation) মধ্যেও দক্ষিণের জেলাগুলিতে একটানা মুষলধারায় না হলেও চলবে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। ফলে দক্ষিণবঙ্গবাসীর জন্য গরম থেকে কিছুটা হলেও স্বস্তি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি, (Saturday Weather) আবার কিছুদিন পরই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস—সবমিলিয়ে রাজ্যে আবহাওয়ার এই ‘মুড সুইং’ (Weather Mood Swing) এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আগাম সতর্কতা থাকলে বিপদ এড়ানো যাবে, তাই আবহাওয়া সংক্রান্ত খবরের উপর নজর রাখতেই বলছেন বিশেষজ্ঞরা।