নিউজ পোল ব্যুরো: বিশ্বজুড়ে শেয়ার বাজারে (Stock Market) ভয়াবহ পতন। বিশ্বব্যাপী শেয়ার বাজারে (Stock Market) যে হালকা ঝড়ের আভাস দেখা দিয়েছিল, তা এখন ভয়াবহ ঝড়ে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উদ্যোগে একাধিক দেশের উপর অপ্রতিরোধ্য শুল্ক (Trump Tariff) চাপানোর পরেই শুরু হয়েছে এই বিপর্যয়। শুল্ক (Trump Tariff) বৃদ্ধির ফলে ইতিমধ্যেই ওয়াল স্ট্রিটে বিপুল ক্ষতির মুখে পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের ধারণা, কোনো রোগের চিকিৎসা করতে হলে ওষুধ তো দিতে হয়! তিনি একপ্রকার নির্বিকারভাবে বলছেন, “যতই ঝুঁকি থাকুক, বাণিজ্যিক ঘাটতি মেটাতে না পারলে চুক্তি কোনোভাবেই সম্ভব নয়।”
আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের নতুন নির্দেশ!
ট্রাম্পের (Donald Trump) শুল্ক নীতি (Trump Tariff) নিয়ে তাঁর দেশের সাধারণ মানুষও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে, তবে এর পরও তাঁর সিদ্ধান্তে (Decision) তেমন কোনো ভাটা পড়েনি। জানুয়ারিতে (January) পুনরায় শপথ নেওয়ার পর থেকে ট্রাম্পের (Donald Trump) নানা বিতর্কিত পদক্ষেপ ক্রমেই দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে শুরু করেছে। শেয়ার বাজারের (Stock Market) পতন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মানডে’ এর মতো ভয়াবহ পরিস্থিতি হয়তো আবার ফিরে আসতে পারে। আর এই আশঙ্কাই এখন বাস্তবে পরিণত হতে চলেছে।
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, তাইওয়ান—বিশ্বের একাধিক শেয়ার বাজারে (Stock Market) লক্ষ করা যাচ্ছে ভয়াবহ পতন। বিশেষত, চীনের সাংহাই কম্পোজিট সূচক ৪.২১ শতাংশ, জাপানের নিক্কেই সূচক ৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি ৪.৮ শতাংশ এবং হংকংয়ের বাজার প্রায় ৯ শতাংশ পড়ে গেছে। একই চিত্র দেখা যেতে পারে ভারতের বাজারেও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিশ্বের অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। ট্রাম্পের শুল্ক নীতির ফলে একদিকে যেমন আন্তর্জাতিক বাণিজ্যে (International trade) অস্থিরতা বাড়ছে, অন্যদিকে শেয়ার বাজারেও অশান্তি শুরু হয়েছে। এই পরিস্থিতি যে শুধু মার্কিন বাজারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই এক বড় সংকট, তা স্পষ্ট।
এখন প্রশ্ন, ট্রাম্পের ‘ওষুধ’ কি শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতির জন্য কার্যকর হবে, নাকি পৃথিবীকে এক নতুন ‘ব্ল্যাক মানডে’–র মুখোমুখি দাঁড় করাবে?