CV Anand Bose: শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপন, মুখ্যমন্ত্রীর প্রশংসা রাজ্যপালের

কলকাতা

নিউজ পোল ব্যুরো: রবিবার রাজ্যজুড়ে পালিত হয়েছে রামনবমী (Ram Navami)। তবে চলতি বছরে রাজ্যের কোনও জায়গা থেকেই সেইভাবে অশান্তির খবর মেলেনি। এই উৎসব শুরুর আগেই যদিও মুখ্যমন্ত্রী মমত্রা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন শান্তিপূর্ণ ভাবে উৎসব পালনের। রবিবার রাজ্যজুড়ে শান্তিপূর্ণ রামনবমী উদযাপন নিশ্চিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশংসা করেছেন বাংলার রাজ্যপাল (Berngal Goveornor) সিভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজভবন থেকে এক বিবৃতিতে রাজ্যপাল সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন।

রাজ্যপাল বোস বলেন, “রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি এবং সহিংসতার” পূর্ববর্তী অভিজ্ঞতা চলতি বছরের রামনবমী উদযাপনের সময় আর আগের মতো ছিল না। রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক স্মৃতিতে এবং বেশ কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে রাম নবমী উদযাপন করা হয়েছে যা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ।” রাজ্যপাল বলেন, রাজ্য সরকার এবং রাজনৈতিক দলগুলি আনন্দের সঙ্গে রাম নবমী উদযাপন নিশ্চিত করার জন্য হাত মিলিয়েছে। রাজ্যপাল বোস গত কয়েকদিন ধরে শ্রী রামের জন্মদিনে তাঁর প্রাপ্য মর্যাদার সঙ্গে উদযাপনের কথা বলেছিলেন। তাঁর সেই আবেদনে সাড়া দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল। বিবৃতিতে রাজ্য সরকারের প্রশংসা করে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী এবং সরকার একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছেন এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন। প্রশাসনিক অভিযান এবং দক্ষতা পূর্ণরূপে প্রদর্শিত হয়েছিল কারণ জনগণ আনন্দ ও শান্তির পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করা সকলের জন্য একটি দুর্দান্ত সাফল্য ছিল।”

আরও পড়ুনঃ SSC Recruitment Scam : মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে চাকরিহারারা, বাড়ছে জল্পনা

রবিবার রাজ্যজুড়ে শান্তির সঙ্গে পালিত হয়েছে রামনবমী। এমনকি তৃণমূল-বিজেপি নেতাদেরও এই উৎসব উপলক্ষ্যে এক হতে দেখা গিয়েছে। শহরজুড়েই শান্তিপূর্ণ মিছিল হয়েছে। এমনকি সকল ধর্মকে এক হতেও দেখা গিয়েছে। রামনবমীর শোভা যাত্রার সময়ে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ফুল ছড়িয়েছেন। সব মিলিয়ে রামনবমীতে দেখা গিয়েছে সম্প্রতির নজির। সেটা দেখেই বাংলার রাজ্যপাল (Berngal Goveornor) সিভি আনন্দ বোস (CV Anand Bose) প্রশংসা করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr