নিউজ পোল ব্যুরো: ফোন হারিয়ে গিয়েছে ট্রেনে (Train) বা স্টেশনে? চিন্তা নেই। আপনার হারানো ফোন (Mobile Track) সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন কয়েক মিনিটেই। জানুন কীভাবে ফিরে পাবেন!
আরও পড়ুন: Thakurpukur:’আমি ছিলাম না সেই গাড়িতে’—স্যান্ডি সাহার বিস্ফোরক দাবি!
ভারতীয় রেলওয়ে (Indian Railway) বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক (Rail Network)। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। চিরকালই সতর্ক (Alert) থাকেন, বিশেষ করে ব্যাগপত্র এবং ফোন নিয়ে। কখনও কখনও ট্রেনের মধ্যে বা রেল স্টেশনে হঠাৎ মোবাইল চুরি হয়ে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি জানলে অবাক হবেন। এই পরিস্থিতিতে আপনার মোবাইল ফিরে পাওয়ার (Mobile Track) এক সহজ ও সুরক্ষিত উপায় রয়েছে।
মোবাইল (Mobile) চুরি গেলে দুশ্চিন্তা না করলেও চলবে। সম্প্রতি, টেলিকমিউনিকেশন বিভাগ এক্স হ্যান্ডেলে (X handle) একটি পোস্টে জানান, যদি ট্রেন (Train) বা স্টেশন থেকে আপনার ফোন হারিয়ে যায়, তাহলে তা ফিরে পেতে আপনি কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করতে পারেন। আপনি সঞ্চার সাথী ওয়েবসাইট (Sanchar Saathi Website) বা অ্যাপ ব্যবহার করে আপনার হারানো ফোনের নম্বর ব্লক করতে পারবেন। এতে মোবাইলটি ট্র্যাকও (Mobile Track) করা যেতে পারে। ক্লিক করুন নীচের দেওয়া ওয়েবসাইটে-
সঞ্চার সাথী ওয়েবসাইট লিঙ্ক: https://sancharsaathi.gov.in
সিইআইআর (CEIR) বা সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রির মাধ্যমে হারানো ফোন ট্র্যাক করার প্রক্রিয়া অত্যন্ত কার্যকর। এটি এমন এক প্রযুক্তি যা মোবাইল ফোনের মেক, মডেল, আইএমইআই (IMEI) নম্বর ব্যবহার করে হারানো ফোনের অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে। অনেকেই এই সিস্টেমের মাধ্যমে তাদের হারানো ফোন ফিরে পেয়েছেন। সুতরাং, ফোন হারালে ভেঙে পড়বেন না, সিইআইআর (CEIR) আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এছাড়া, সঞ্চার সাথীতে আপনি ফ্রড বা প্রতারণামূলক নম্বরও রিপোর্ট করতে পারেন। এতে আপনার ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনি অন্যদের বিপদ থেকে রক্ষা করতে পারবেন।
তাহলে, পরবর্তীতে যদি ট্রেনে বা স্টেশনে আপনার ফোন হারিয়ে যায়, নিশ্চিন্ত থাকুন। আধুনিক প্রযুক্তি ও সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি দ্রুতই আপনার ফোন ফিরে পেতে পারবেন।