নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ি জেলার নকশালবাড়ির (Naxalbari) নন্দ প্রসাদ উচ্চ বিদ্যালয়ে (Nand Prasad High School) উদ্বোধন হল একটি নতুন ডিজিটাল ক্লাসরুম (Digital Classroom-Siliguri)। এটি শিলিগুড়ি মহকুমা (Siliguri Subdivision) এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ে পড়ুয়াদের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার এই ডিজিটাল ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ (Arun Ghosh)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিশ ঘোষ (Nitish Ghosh), সহকারী প্রধান শিক্ষক কাজল দে (Kajol De), পরিচালন সমিতির সভাপতি পৃথ্বীশ রায় (Prithwish Roy) সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা।
আরও পড়ুন:- SSC Panel: পাস নিয়ে বিতর্ক! চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে উত্তাল নেতাজি ইন্ডোরে

বিদ্যালয় সূত্রে খবর, এর আগে সরকারি সহায়তায় বিদ্যালয়ে দুইটি ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছিল (Digital Classroom-Siliguri)। এবার বেসরকারি একটি সংস্থার (Private Organization) আর্থিক সহযোগিতায় তৃতীয় ডিজিটাল ক্লাসরুম চালু হল। সভাধিপতি অরুণ ঘোষ জানান, “এই বহু পুরনো বিদ্যালয়ে পড়ুয়াদের আরও ভালোভাবে পড়াশোনা করার সুযোগ করে দিতে আমরা আজ একটি নতুন ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করলাম। ভবিষ্যতে মহকুমার প্রতিটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম (Smart Classroom) তৈরি করা হবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিশ ঘোষ জানান, “এই আধুনিক অডিও ভিজ্যুয়াল ক্লাসরুম (Audio-Visual Classroom) ব্যবস্থার ফলে পড়ুয়ারা পড়াশোনায় আরও উৎসাহ পাবে এবং জ্ঞানের গভীরে পৌঁছাতে পারবে। শিক্ষার মান উন্নয়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
স্কুলের এক শিক্ষক জানান “এর আগেও দুটো ডিজিটাল ক্লাসরুম পশ্চিমবঙ্গ সরকারের তরফে হয়েছে। আমরা আবেদন জানাই প্রতিটি স্কুলেই যেন ডিজিটাল ক্লাসরুম থাকে (Digital Classroom-Siliguri)।”এই নতুন ডিজিটাল ক্লাসরুম উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয় এবং স্থানীয় প্রশাসন একসঙ্গে মিলে শিক্ষার মানোন্নয়নে এগিয়ে চলেছে, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য এক সুদূরপ্রসারী উদ্যোগ বলেই মনে করছেন শিক্ষক সমাজ।