নিউজ পোল ব্যুরো: হট এয়ার বেলুনের দড়িতে আটকে প্রাণ গেল এক ব্যক্তির, ঘটনাটি রাজস্থানের বারণের ঘটনা। রাজস্থানের বারণ (Rajasthan Incident) জেলায় একটি উৎসবমুখর সকাল মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। জেলা প্রতিষ্ঠা দিবসের ৩৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালীন ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, যার ফলে প্রাণ হারান এক সাধারণ নাগরিক। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে একটি হট এয়ার বেলুন (Hot Air Balloon) ওড়ানো হচ্ছিল। প্রশাসনের অনুমোদনপ্রাপ্ত একটি সংস্থা, যারা এর আগেও জেলা প্রশাসনের সঙ্গে একাধিক ইভেন্টে যুক্ত ছিল, সেই সংস্থার তত্ত্বাবধানে বেলুনটি ওড়ানো হচ্ছিল (Hot Air Balloon Company)।
প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ব্যক্তি মাটিতে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তখনই কীভাবে যেন তিনি হট এয়ার বেলুনের একটি দড়িতে (Rope) আটকে যান। চোখের নিমেষে তিনি বেলুনের সঙ্গে উপরের দিকে উঠতে থাকেন। বেলুনটি তখন প্রায় ৪০ ফুট উচ্চতা(40 feet height) ছুঁয়ে ফেলেছিল (Rajasthan Incident)। হঠাৎ করেই দড়িটি ছিঁড়ে যায়, এবং সেই সঙ্গে ওই ব্যক্তি মাটিতে ধসে পড়েন। পতনের তীব্রতায় তিনি গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গেই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Crime News: সন্তানের কান্না থামাতে মা যা করলেন, শুনলে শিউরে উঠবেন
পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে (Caught on Camera)। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, কীভাবে হঠাৎ করেই ওই ব্যক্তি দড়িতে জড়িয়ে পড়েন এবং অনিচ্ছাকৃতভাবে বেলুনের সঙ্গে উপরে উঠে যান।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বেলুন পরিচালনার জন্য দায়ী সংস্থাটির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠতে পারে বলে সূত্রের খবর।
এই দুর্ঘটনা অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকের ছায়ায় ঢেকে যায়। নিরাপত্তার দিক থেকে এমন বড়সড় গাফিলতি কীভাবে ঘটল (Rajasthan Incident), সেই প্রশ্ন এখন উঠছে সর্বত্র। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এধরনের ইভেন্টে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT