নিউজ পোল ব্যুরো: নকল স্বেচ্ছাসেবী সংস্থার ছদ্মবেশে পরিচালিত হচ্ছিল এক ভয়াবহ মানবপাচারের চক্র। ‘গায়ত্রী সর্বসমাজ ফাউন্ডেশন’ নামের এই সংস্থা মূলত গরিব পরিবারের মেয়েদের কিনে এনে মোটা টাকায় বিক্রি করত তথাকথিত ‘হবু পাত্রদের’ কাছে।ঘটনাটি জয়পুরের (Rajasthan) কাছাকাছি বসসি এলাকার সুজনপুরা গ্রামে এই কাণ্ডের কেন্দ্রবিন্দু বলে চিহ্নিত করেছে পুলিশ। সূত্রের খবর, রাজস্থানের এক ‘স্বেচ্ছাসেবী’ সংস্থার নামে ন্যক্কারজনক মানব পাচারের অভিযোগ উঠে এসেছে, যার ফলে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই চক্রের কথা প্রথম প্রকাশ্যে আসে এক ১৬ বছরের কিশোরীর সাহসে। সে কোনও ভাবে পালিয়ে গিয়ে পুলিশকে গোটা ঘটনা জানায়। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সুজনপুরা গ্রামের ওই সংস্থার দফতরে হানা দেয়। জানতে পারে ওই সংস্থা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিব পরিবারগুলির মেয়েদের কিনে, বিয়ের নাম করে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে।
আরও পড়ুন: Rajasthan Incident: বেলুন বিপর্যয়ে মর্মান্তিক দুর্ঘটনা

উল্লেখ্য, উত্তরপ্রদেশের এক নাবালিকা, যাকে জোর করে আটক করে রাখা হয়েছিল, কোনও রকমে পালিয়ে স্থানীয় থানায় গিয়ে গোটা ঘটনা জানায়। তার বয়ান অনুযায়ী, তাকে রাজস্থানের জয়পুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, বসসি এলাকার সুজনপুরা গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার (Fake NGO) ঘাঁটিতে আটকে রাখা হয়েছিল। পুলিশের কাছে পৌঁছানোর পরই তারা অভিযান চালায় এবং ওই ‘গায়ত্রী সর্বসমাজ ফাউন্ডেশন’ নামক সংস্থার অফিস থেকে মূল অভিযুক্ত গায়ত্রী বিশ্বকর্মা সহ তিনজন সহযোগীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে গরিব পরিবারের মেয়েদের টার্গেট করত এই চক্র। তাঁদের ‘উদ্ধার’ করার নাম করে সংস্থার কর্মীরা নিয়ে আসত রাজস্থানে। তারপর বলা হত, তাদের ‘ভাল পাত্রের সঙ্গে’ বিয়ে দেওয়া হবে, যাতে তারা নিরাপদ ভবিষ্যৎ পায়।
তবে বাস্তবে ঘটত সম্পূর্ণ উল্টো। গায়ের রং, উচ্চতা ও চেহারা দেখে পাত্রীর মূল্য নির্ধারণ করা হত। নাবালিকাদের বয়স বাড়িয়ে প্রাপ্তবয়স্ক দেখাতে তৈরি করা হত জাল আধার কার্ড। এরপর সেই মেয়েদের প্রার্থীদের কাছে প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করে দেওয়া হত। এই বিক্রি মোটেও বিয়ের উদ্দেশ্যে নয়, বরং তাদের উপর নির্যাতন চালানো হত বলেই মনে করছেন তদন্তকারীরা। পুলিশ এরইমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং অনুসন্ধানে নেমেছে যে ঠিক কতজন মেয়ে এই চক্রের শিকার হয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহু নাবালিকা এখনও নিখোঁজ। তদন্তকারীরা সন্দেহ করছেন, এই চক্র রাজস্থানের (Rajasthan) বাইরেও বিস্তৃত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT