নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার অর্থাৎ আজ থেকে শুরু হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে অধীর আগ্রহে থাকেন এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য।
এবারের ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর অবধি চলবে। প্রতিবারের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। ২০টি ভেন্যুতে প্রদর্শিত হবে প্রায় ১৭৫টি ছবি।
জানা গিয়েছে, এবারের চলচ্চিত্র উৎসবে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ ছাড়াও ছবি দেখানো হবে নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কোয়ার পিভিআর, গ্লোব সিনেমায়। ফেস্টিভ্যালের প্রতিটি দিন নন্দন চত্বরের একতা মঞ্চে বসবে বিশেষ সিনে আড্ডা।
শুধু তাই নয়, সেজে উঠেছে ধনধান্য অডিটোরিয়ামও। বিকেল চারটে থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব। বিশেষ অতিথি পাবলো জাস্টিনো সিজার।
সূত্রের খবর, এবছর আসতে পারবেন না শাহরুখ খান, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনরা। তবে এবারে অতিথি হয়ে উপস্থিত থাকবেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো বি-টাউন সেলেবরা। এছাড়াও মঞ্চে উপস্থিত থাকতে পারেন টলিপাড়ার কিছু তারকা। উদ্বোধনের দিন উৎসবে উপস্থিত থাকতে না পারলেও, ৬ ডিসেম্বর, শিশির মঞ্চের সেমিনারে হাজির থাকবেন বিদ্যা বালান।