নিউজ পোল বাংলাঃ নতুন ওয়াকফ বিল নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। বাদ যায়নি বাংলাও। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও পড়েছে বিক্ষোভের আঁচ। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও গাড়ি ভাংচুরের অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে পুলিশের উপরে আক্রমণেরও। সেই উত্তাপের আবহেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) ইমামদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু ওয়াকফ নয় বৈঠক থেকে বাংলাদেশী অনুপ্রবেশ নিয়েও মুখ খোলেন মমতা। আর সেখান থেকেই বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Mamanta on Pm Modi) উদ্দেশ্যে বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সামলে রাখার কথা।
বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের মঞ্চ থেকে অমিত শাহের নাম করে কড়া আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ওয়াকফ আইনের বিরোধীতা নিয়ে যে সহিংস ঘটনা ঘটেছে তার জন্য মমতা সরাসরি দায়ী করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলেন, “যত আইটি সেল আছে, সব অমিত শাহের। আমি কখনও নাম নিয়ে বলি না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যদি কালীদাসের মতো, যে ডালে বসে আছে, সেই ডালই ভাঙে, তাহলে তো বলতেই হবে। কিছু করার নেই।” এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, “মোদীজিকে আমি অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। ওঁর হাতে সব এজেন্সি দিয়ে দিয়েছেন। উনি দেশের সবথেকে বেশি ক্ষতি করেছেন। উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে নতুন ঝড় উঠেছে।
আরও পড়ুনঃ Dilip Ghosh in Newtown: মমতার মুখে নীতিকথা মানায় না—যোগীর তুলনা টানলেন দিলীপ!
বাংলাদেশ প্রসঙ্গেও মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে আরও একবার বিজেপিকে মনে করিয়ে দিয়েছেন সীমানা হাতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউনূসের সঙ্গে গোপন মিটিং করছেন। এতে দেশের ভালো হলে খুশি হব? কিন্তু আপনার প্ল্যানটা কী? কোনও এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, এতে বাংলাদেশের হাত রয়েছে। BSF তো কেন্দ্রের হাতে। রাজ্যের হাতে সীমান্ত সামলানোর দায়ভার নেই। আপনারা বিভাজনের রাজনীতি করছেন। এটা প্রি প্ল্যানড।” এর পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের (Mamanta on Pm Modi) পর এবার কি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কন্ট্রোল করবেন প্রধানমন্ত্রী মোদী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT