Sonakshi Sinha: ‘প্রথমে তোর বাবা-মা ডিভোর্স করুক!’ – নিন্দুকে ধুয়ে দিলেন সোনাক্ষী

পেজ 3

নিউজ পোল ব্যুরো: সাত বছরের প্রেমের সফর শেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha) জাহির ইকবাল। গত বছর ২৩ জুন মুম্বইয়ের (Mumbai) এক অভিজাত রেস্তোরাঁয় আইনি পদ্ধতিতে বিয়ে সারেন এই লাভ বার্ডস। কোনও ধর্মীয় আচার ছাড়াই হয়েছিল বিয়ে। তাদের মধ্যে ছিল শুধুই ভালবাসা। দুজনের মধ্যে কেউই ধর্ম (Religion) পরিবর্তন করেননি। ছিল শুধুই ভালবাসার জয়!

আরও পড়ুন: Iman chakraborty: দেশের প্রথম সারির বিমান সফরে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন গায়িকা

কিন্তু সমাজের কিছু অংশ এখনও যেন মধ্যযুগে বাস করছে। সম্প্রতি এই সেলেব দম্পতির একটি ছবির কমেন্ট সেকশনে এক নিন্দুক লেখেন, “খুব শীঘ্রই আপনাদের বিবাহবিচ্ছেদ হবে। সময় ঘনিয়ে আসছে।” আর এ বার চুপ থাকেননি বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী (Sonakshi Sinha)। সোজাসাপটা কড়া জবাব দিলেন তিনি। “প্রথমে তোর বাবা-মা বিবাহবিচ্ছেদ করুক। তার পর আমরা করব। প্রতিজ্ঞা করছি।” সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় উঠেছে এই মন্তব্যে। নেটিজেনরা বলছেন, সোনাক্ষী (Sonakshi Sinha) সাহসী এবং স্পষ্টভাষী!

তবে এই প্রেম সহজ ছিল না। জানা যায়, প্রথমদিকে এই সম্পর্ক মেনে নিতে পারেননি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্‌হা ও তাঁর পরিবার। বিশেষ করে দুই ভাই লব ও কুশ ছিলেন বিরোধী। যদিও বিয়ের দিন কুশ উপস্থিত থাকলেও লবকে দেখা যায়নি। পরিবারের সম্মতি পেতে সময় লেগেছিল। কিন্তু ভালবাসার উপর বিশ্বাস হারাননি সোনাক্ষী ও জাহির।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিয়ের প্রীতিভোজ ছিল বলিউডের (Bollywood) তারকায় ভরপুর। কে ছিলেন না সেখানে! সলমন খান (Salman Khan) থেকে আলিয়া ভাট (Alia Bhatt), সকলেই এসেছিলেন এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে।

এই বিয়ে শুধুমাত্র দু’জন মানুষের মিলন নয় বরং প্রমাণ—ভালবাসা সত্যিই সব কিছুর ঊর্ধ্বে। যতই ট্রোল আসুক, সোনাক্ষী-জাহির (Sonakshi-Zaheer) রয়েছেন একে অপরের পাশে, ভালবাসায় ভরপুর।