Dilip Ghosh got married: চার হাত এক হল দিলীপ-রিঙ্কুর

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরোঃ অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দিলীপ ঘোষ (Dilip Ghosh got married)। পাত্রী পরিচিতই। সকাল থেকে বিজেপির প্রাক্তন সাংসদের বাড়িতে ছিল সাজো-সাজো রব। শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিজেপির শীর্ষ স্তরের নেতারা। মায়ের ইচ্ছাতেই বিয়ে করেছেন বিজেপি নেতা।

একেবারে ধুতি পাঞ্জাবি পরে বর বেশে একেবারে অন্য রূপে শুক্রবার ধরা দিলেন রাউডি বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার স্ত্রীকেও দেখা গেল একেবারে লাল টুকটুকে বেনারসিতে। ছিমছাম সাজে সেজেছেন রিঙ্কু মজুমদার। বাঙালিয়াতেই করলেন বিয়ে। মাথায় লাল ওড়না, মাথায় শোলার মুকুট, কপালে ছোট টিপ, গলায় সোনার হার ও কপালে লাল টিপ পরে বধূ বেশে হাজির হন রিঙ্কু। পরিবারের বেশ কিছু হাতে গোনা সদস্যদের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। দুজনের গলাতেই ছিল রজনিগন্ধা ও গোলাপের মালা।

আরও পড়ুনঃ Dilip Ghosh Wedding : দিলীপ না রিঙ্কু, কে প্রথম কাছে এসেছেন?

জাঁকজমক একেবারেই পছন্দ নয় দিলীপ ঘোষের। তাই তিনি কনের বাড়িতে নয় বরং কনেই সেজেগুজে দিলীপ ঘোষের বাড়িতে হাজির হন। বিজেপির নেতার নিউটাউনের বাড়িতেই বসেছে বিয়ের আসর (Dilip Ghosh got married)। পাত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। তিনিও বিজেপি কর্মী । কাজের সূত্রেই তাঁদের আলাপ বলে জানিয়েছেন দিলীপ ঘোষ হবু স্ত্রী। রিঙ্কু জানিয়েছেন তিনিও আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যার উত্তর দিতে বিজেপি নেতা তিন মাস সময়ও নেন।

রিঙ্কু মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি প্রথম দেখাতেই প্রেমে বিজেপির এই ঠোটকাটা নেতার প্রেমে পড়েছিলেন। হবু স্ত্রীর কথায় দিলীপ ঘোষের রাফ অ্যান্ড টাফ মেজাজই তাঁকে আকর্ষণ করত। বললেন, ‘অনেকদিনই ভাল তো লাগতই। রিঙ্কু বলেছেন, ‘ও অবশ্য বলে দিয়েছে আশা কোরো না ফুচকা খাওয়াতে নিয়ে যাব, শপিংয়ে নিয়ে যাব। তবে আমার আর ওর অনেক মিল আছে। রান্না করে ছোট মাছ খাওয়াব। ওটা খেতে ও খুব ভালবাসে।’ রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না এবং তাঁর একটি ছেলেও রয়েছে। তাঁর ছেলের মত প্রসঙ্গে রিঙ্কু মজুমদার বলেছেন, ‘এত ডিজার্ভিং একজন মানুষ, ছেলে খুবই খুশি।’ বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন তা জানতে চাওয়া হলে রিঙ্কু জানান, ‘হানিমুন ডেস্টিনেশন হিসেবে সিমলা বা গোয়া যাওয়ার কথা হয়েছে। তবে এখন যেতে পারব কি না জানি না।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT