নিউজ পোল ব্যুরো: লিঙ্গ পরিবর্তনের খবর গত বছরই সামনে এনেছিলেন সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া (Sanjay Bangar Child)। পুরুষ থেকে তিনি এখন নারীতে রূপান্তরিত হয়েছেন। আরিয়ান থেকে হয়েছেন অনয়া। আর এবার তিনি বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে এনেছেন এক মারাত্মক অভিযোগ। এই ক্রিকেটারেরা তাঁকে নগ্ন ছবি পাঠাতেন বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি একজন নাকি তাঁকে যৌন সংসর্গের প্রস্তাবও দেন।
আরও পড়ুনঃ PCB : রিজওয়ানরা মুখ থুবড়ে পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাবনাতীত সাফল্য পাকিস্তানের!
সম্প্রতি একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের অন্ধকারময় এক অধ্যায়ের কথা তুলে ধরেছেন সঞ্জয় বাঙ্গারের সন্তান (Sanjay Bangar Child)। লিঙ্গ পরিবর্তনের পর তাঁকে কতটা অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন অনয়া (Anaya Bangar)। বলেন, “অনেকের সাহায্য যেমন পেয়েছি ঠিক তেমনিই অনেক হেনস্থার শিকারও হতে হয়েছে আমাকে। বেশ কয়েকজন ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাত। একজন সকলের সামনে আমাকে গালিগালাজ করেছিল। আবার পরে তিনিই আমার পাশে বসে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।”
যখন পুরুষ ছিলেন তখন ক্রিকেট খেলতেন অনয়া। যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানদের সতীর্থ ছিলেন তিনি। এদিকে এক প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। তখন এক প্রাক্তন ক্রিকেটারকে আমার নিজের কথা বলেছিলাম। তিনি সব শুনে আমাকে গাড়ির ভেতর নিয়ে যেতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘তোমার সঙ্গে শুতে চাই।'” উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারের স্বার্থে ভারত থেকে বিলেতে চলে গিয়েছিলেন বাঙ্গার। এখনও পাকাপাকিভাবে ম্যানচেস্টারেই থাকেন।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
বাবা সঞ্জয় বাঙ্গার জাতীয় দলের ক্রিকেটার, কোচ দুইই ছিলেন। সন্তান (Sanjay Bangar Child) অনয়া জানিয়েছেন এই পিতৃপরিচয়ও তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসেবে তিনি ব্যখ্যা দেন, “আমার বাবা পরিচিত মুখ। তাই আমি চাইতাম না যে আমার মনের কথা কেউ জানুক। কারণ ক্রিকেটের জগতে নিরাপত্তা নেই কোনও। এই দুনিয়া বিষাক্ত পুরুষে ভরা।” এছাড়াও বলেন, “৮-৯ বছর বয়সে আমি আলমারি থেকে মায়ের পোশাকগুলো বের করে পরতে চাইতাম। তারপর আয়নায় নিজেকে দেখে মনে মনে বলতাম যে আমি মেয়ে হতে চাই।”