Dilip Ghosh in Ecopark: “সারাজীবন হাঁটলেও ওদের প্রেম হবে না”, খোঁচা দিলীপের

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শুক্রবার (Friday) দিনভর তাঁর বিয়ে নিয়ে শহর জুড়ে চলেছিল জোর চর্চা। তবে শনিবার (Saturday) সকালে সেই পুরোনো মেজাজেই দেখা গেল দিলীপ ঘোষকে (Dilip Ghosh in Ecopark)। রুটিন মেনেই হাজির হয়েছিলেন নিউ টাউনের ইকো পার্কে (Newtown Ecopark) প্রাতঃভ্রমণের জন্য। গলায় ছিল হলুদ-গেরুয়া উত্তরীয়। এ যেন বার্তা দিচ্ছে, বিয়ের পরেও রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন না তিনি।

আরও পড়ুন: Dilip Ghosh got married: চার হাত এক হল দিলীপ-রিঙ্কুর

নববধূ রিঙ্কু মজুমদারও (Rinku Majumdar) রাজনীতিতে সক্রিয় থাকবেন, এমনটাই জানালেন দিলীপ (Dilip Ghosh in Ecopark)। এদিন তাঁর অনুগামীদের ভিড়ে ভরে উঠেছিল পার্কের একাংশ। কেউ বাড়ি থেকে নিয়ে এসেছেন পায়েস, কেউ আবার এনেছেন কেক। তাঁদের প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে যেন কেউই পিছিয়ে নেই।

তবে এত আয়োজনের মাঝে অনুপস্থিত ছিলেন নবপরিণীতা রিঙ্কু। কেন এলেন না তিনি? এই প্রশ্নের জবাবে দিলীপ (Dilip Ghosh in Ecopark) মজার ছলে বললেন, “ও মর্নিং ওয়াক করেন না, বাড়িতেই আছেন। কেউ কেউ বলছে, নাকি হাঁটতে হাঁটতেই প্রেম হয়েছে! আমি বলি, যারা এসব বলছে, তারা সারাজীবন হাঁটলেও, তাদের প্রেম হবে না, বিয়েও না!”

জন্মদিনের দিনও দিলীপ ঘোষ ছিলেন স্বমহিমায় উদ্ভাসিত। নিউটাউনের ইকোপার্কে সাধারণ প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন। যেখানে অনেক রাজনীতিক বিশাল অডিটোরিয়ামে, স্টেডিয়ামে জন্মদিন পালন করেন। সেখানে দিলীপ ঘোষ খোলা মাঠে, সাধারণ মানুষের সঙ্গে মিশে সেই দিনটিকে স্মরণীয় করে তোলেন।

রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পরিস্থিতি বদলায়, কিন্তু আদর্শ বদলায় না। আমি আদর্শের রাজনীতি করি। আমার মিশন বদলাবে না। মানুষ তাকেই মনে রাখে, যে সময়ের সঙ্গে নিজের ধারা বদলায় না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বর্তমান সময়ে রাজ্যজুড়ে শিক্ষক নিগ্রহ, মুর্শিদাবাদের (Waqf Issue) বাসিন্দাদের উপর অত্যাচার ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে দিলীপ ঘোষ যথাযথভাবে সোচ্চার। তিনি জানান, “রামনবমী উপলক্ষে আমি দক্ষিণ থেকে উত্তরবঙ্গে দশদিন মানুষের সঙ্গে ছিলাম। মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে র‍্যালি করেছি, শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে মিছিল করেছি।”

মুর্শিদাবাদে বিএসএফ মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, “আদালতের নির্দেশে আজ বিএসএফ মোতায়েন হয়েছে। আমরা অনেক আগেই এই দাবি করেছিলাম। যদি বিএসএফ এলাকায় ক্যাম্প বসাতে হয়, তবে পুলিশের ভূমিকা কী? এই পরিস্থিতিতে ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।”