New Town: নিউটাউনে মর্নিং ওয়াকে গিয়ে যা দেখলেন স্থানীয়রা

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ সকালবেলা মনোরম পরিবেশে মানুষজন মর্নিং ওয়াক করেন। বহু মানুষের শরীর ফিট রাখতে নিত্য দিনের দিনের অভ্যাস এই প্রাতঃভ্রমণ (Morning Walk)। কিন্তু সাত সকালে মন ও শরীর ভালো রাখতে বের হয়ে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হবেন তা কেউ একবারের জন্যেও ভাবেননি। শনিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নিউটাউনে (New Town)। সাত সকালে নিউটাউনের রাস্তায় প্রকাশ্য দিবলোকে বাইকের উপরে বসে কয়েকজন যুবকের মদ্যপান করে বলেই অভিযোগ সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে সেই ছবিও।

ঘটনাটি ঘটেছে নিউটাউন শিরিষ বাগান এলাকায়। সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতই শনিবারেও স্থানীয়রা বের হয়েছিলেন মর্নিং ওয়াকের জন্য। তখনই কিছু ব্যক্তি দেখতে পান কয়েকজন যুবক সাত সকালে প্রকাশ্যে রাস্তায় বাইকের উপরে বসে মদ্যপান করছে। কয়েকজন প্রাতঃভ্রমনকারী তারা প্রতিবাদও করে তাতেও কোন লাভ হয়নি বলে অভিযোগ। সূত্রে জানা গিয়েছে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি কলকাতা পুলিশের KLC থানার অধীনে। তার পাশাপাশি রাস্তার উল্টোটিক টেকনোসিটি থানার অধীনে পড়ে।

আরও পড়ুনঃ Mustafabad: বৃষ্টির রেশ না কাটতেই বিপর্যয়! চারতলা ভবন ধসে মৃত ৪

ইতিমধ্যেই পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন উঠেছে। নিউটাউনে (New Town) প্রকাশ্যে রাস্তায় মদ্যপানের ঘটনা দেখে কয়েকজন প্রতিবাদ করলে অভিযুক্তরা পরিচয় দেয় তারা লোকাল ছেলে। তবে সকাল বেলা এই ধরনের ঘটনায় স্থানীয়রা বেশ চিন্তিত। সেই সঙ্গেই উঠেছে প্রশ্ন কলকাতা পুলিশের এলাকায় কিভাবে প্রাকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা ঘটছে তাও আবার পুলিশের চোখ এড়িয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT