Fire : ডোমজুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: হাওড়ার ডোমজুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন (fire)। আশপাশের এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায় । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখার তীব্রতা দেখে আতঙ্কিত স্থানীয়েরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দাউদাউ করে জ্বলছে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা। কারখানার মধ্যে কেউ আটকে রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। আগুন নেভানোর কাজ চলছে। সূত্রের খবর রাসায়নিক ও তেলের কারখানা হওয়ায় কারণে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তুও মজুত রয়েছে। তাতেই আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়েছে বলেই অনুমান করা হচ্ছে। ভয়াবহ আকার ধারন করেছে আগুন। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। আগুন এখনও পর্যন্ত নেভানো যায়নি।

আরও পড়ুনঃ JD Vance : দিল্লিতে ভারতীয় পোশাকে নজর কাড়ল মার্কিন ভাইস প্রেসিডেন্টের তিন সন্তান

ওই এলাকায় রয়েছে ONGC-এর কারখানা। সেখানেই আগুন (Fire) লেগেছে বলে খবর। ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয়রা। আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে গোটা কারখানাই জ্বলে গিয়েছে বলেই জানাচ্ছে স্থানীয়রা। ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। কারখানার শ্রমিকরা পাশেই ঘরে থাকতেন বলে জানা গিয়েছে। তাদের সকলকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও স্পষ্ট নয়। আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটা বলাও মুশকিল হয়ে উঠেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT