PM Modi’s Security Meet: কোন পথে বদলা? উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরোঃ জম্মু ও কাশ্মীরের পহেলগামে নৃশংস সন্ত্রাসবাদী হামলায় প্রায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলওয়ামার পর ভারতে ঘটা সবথেকে বড় জঙ্গি হামলা পেহেলগাঁওয়ে (Terror attack in Pahalgam) । সেই মর্মান্তিক ঘটনার পরেই বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বসেছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক (PM Modi’s Security Meet)। সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। নারকীয় ঘটনার বদলা চাইছে গোটা দেশ। এই আবহে কি পদক্ষেপ নেবে মোদী সরকার তার দিকে তাকিয়ে গোটা দেশ।

বুধবারের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী তাঁর সরকারি সফর সংক্ষিপ্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন। জঙ্গি হামলার খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রী মোদী বুধবার ভোরে সৌদি আরব সফর সংক্ষিপ করে ফিরেছেন। পৌঁছানোর পরপরই তিনি বিমানবন্দরে জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা করেন। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও সেই বৈঠকে অংশ নেন। এর আগে, অমিত শাহ পাহেলগামের বৈসরান পরিদর্শন করেন। যেখানে মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল, সেই স্থানটিও পরিদর্শন করেন। তারপর শ্রদ্ধা জানান নিহতদের। দ্রুত ফেরেন দিল্লিতে।

আরও পড়ুনঃ Terror attack in Pahalgam : কখন রাজ্যে ফিরবে কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত ৩ জনের দেহ, জেনে নিন তথ্য

ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে ২৬ জন পর্যটকের নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ আজ নিরাপত্তা সংস্থাগুলি প্রকাশ করেছে। সেনা কর্তারা জানিয়েছেন, তিনজনই পাকিস্তানি। তাদের আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা নামে চিহ্নিত করা হয়েছে। তাদের সাংকেতিক নাম ছিল মুসা, ইউনুস এবং আসিফ। এই তিনজন পুঞ্চে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল। সন্ত্রাসবাদী হামলার ঘটনায় হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাফ জানিয়েছেন যোগ্য জবাব দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকে (PM Modi’s Security Meet) কি সিদ্ধান্ত নেওয়া হবে তাকিয়ে গোটা বিশ্ব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT