নিউজ পোল ব্যুরোঃ পেহেলগাঁওতে (Pahalgam attack) নিরীহ পর্যটকদের উপর হামলার পর থেকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir)। হামলাকারী জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সীমান্তে আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। জঙ্গিরা যাতে কোনও ভাবেই বেঁচে না ফিরতে পারে তার জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে যৌথ বাহিনী। কোন পথে পালাতে পারে জঙ্গিরা সেই তথ্য এখনও হাতে আসেনি ভারতীয় গোয়েন্দারাদের। তবে সন্ত্রাসবাদীদের পালানোর সম্ভাব্য সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। এই আবহেই ফের ভারতের অনুপ্রবেশের চেষ্টা করায় বুধবার বারামুল্লায় ২ সন্ত্রাসবাদীকে খতম করেছে ভারতীয় সেনা। চলছে জঙ্গি দমন অভিযান। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে এক জওয়ান (Army) শহিদ হয়েছে।
উপত্যকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে তলাশি অভিযান শুরু হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের সময়ে উধমপুরের ডুডু-বসন্তগড়ে গুলি চালানো হয়। সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস X-এ পোস্টে জানিয়েছে, ” জেনারেল অফিসার কমান্ডিং (GoC), হোয়াইট নাইট কর্পস এবং সকল পদমর্যাদার ৬ প্যারা এসএফ-এর সাহসী হাবিলদার ঝন্টু আলী শেখকে স্যালুট জানাচ্ছে, যিনি সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁর অদম্য সাহস এবং তার দলের বীরত্ব কখনও ভোলা যাবে না। শোকের এই মুহূর্তে আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি।” নিহত সেনা বাংলার নদীয়ার ছেলে বলেই জানা গিয়েছে। কিছু বছর আগেই তিনি বিএসএফ-এ যোগ দিয়েছিলেন। পেহেলগাঁওতে জঙ্গি হামালার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন ” কাউকে রেয়াত করা হবে না।”
আরও পড়ুনঃ Kashmir Terror Attack: পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে কেন্দ্রের সর্বদল বৈঠক, থাকছেন না প্রধানমন্ত্রী
গোয়েন্দা সূত্রে খবর হামলার পর পেহেলগাঁও (Pahalgam attack) থেকে কোনও যানবাহনে করে জঙ্গিদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ পেহেলগাঁও যাওয়ার রাস্তা অতি দুর্গম, সেখনে যেতে গেলে হেঁটে অথবা খচ্চরে চড়েই যেতে হয়। তাই জঙ্গিদের কাশ্মীর থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন গোয়েন্দারা। তাই কোন রাস্তা ধরে জঙ্গিরা পালাতে পারে তাও খুঁজে বের করার চেষ্টা চলছে। এজেন্সি অনুমান করছে জঙ্গিরা হেঁটে বৈসরন থেকে বের হয়েছে এবং দ্রুত সিমান্ত পার করার চেষ্টা করতে পারে বলেই অনুমান। সেক্ষেত্রে সীমান্ত পার করতে প্রথমে পীর পাঞ্জারের আপার রেঞ্জে পৌঁছতে পারে। সেখান থেকে পাকিস্তানের দিকে যেতে পারে অথবা ত্রালের দিক দিয়ে এগনোর সম্ভাবনা রয়েছে। তাই সম্ভাব্য সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে নাকা চেকিং। এই প্রসঙ্গে উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বড় পদক্ষেপ নিয়ে ভারত। বন্ধ করা হয়েছে পাক নাগরিকদের ভিসা। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। পাক নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে প্রত্যাহার করা হয়েছে ভারতীয় হাই কমিশন। পাকিস্তানে থাকা ভারতীয়দের দেশ ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপারি ভারতে থাকা পাক হাই কমিশনের আধিকারিকদের সংখ্যা কমানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT