Pahalgam : ৭ দিনেও অধরা আততায়ীরা! জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি ৪ জায়গায়

breakingnews অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) এক সপ্তাহ অতিক্রান্ত। তবু এখনও অধরা আততায়ীরা। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের ওপর গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এরপর থেকেই সারা বিশ্বজুড়ে বয়ে চলেছে নিন্দার ঝড়। অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকেও একাধিক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তবু এখনও খোঁজ মেলেনি ঘাতক জঙ্গিদের। উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনায় লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ রয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ Pahalgam : শিব-শক্তির চির মিলনের সূচনা! ‘পহেলগাঁও’ নামকরণের নেপথ্যে যে রহস্য

২৬/১১, ২০১৬ সালের উড়ি হামলা, ২০১৯ সালের পুলওয়ামা হামলা ইত্যাদি পরপর ঘটনায় ভারত-পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল আগেই। আর এবার পহেলগাঁওয়ের (Pahalgam) ঘটনার পর দুই দেশের মধ্যে যেটুকু সম্পর্ক অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গিয়েছে। সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্কে ইতি টেনেছে ভারত। এছাড়া সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি ইতিমধ্যেই বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

তবু আততায়ীরা এখনও পর্যন্ত অধরাই। সেনা সূত্রে খবর, এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে উপত্যকার মোট ৪টি জায়গায়। তন্ন তন্ন করে খোঁজ চালানো হচ্ছে মধ্য এবং দক্ষিণ কাশ্মীরের গ্রামগুলিতে। সেইসঙ্গে পাহাড়ে এবং জঙ্গলে। এই তল্লাশি অভিযান চলাকালীনই গত বৃহস্পতিবার উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন ভারতীয় সেনার বাঙালি প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ। এদিকে এরই মধ্যে মঙ্গলবার সকালে সেনা সূত্রে খবর, ত্রালের অদূরে জঙ্গলে একটি জঙ্গি দলের সন্ধান মিলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এই জঙ্গি দলটির সঙ্গে সেনা এবং পুলিশের গুলির লড়াই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।‌ বিভিন্ন এলাকায় চলছে এই সংঘর্ষ। অন্যদিকে পহেলগাঁওয়ের (Pahalgam) বৈশরণ উপত্যকায় ১৫ জন স্থানীয়কে ইতিমধ্যেই গ্রেফতার করে জেরা শুরু করেছেন তদন্তকারীরা।