নিউজ পোল ব্যুরো: গত কয়েকদিনের টানা গরমের পর রাজ্যে অবশেষে নামল স্বস্তির হাওয়া। বৃহস্পতিবার (Thursday) রাত থেকেই দক্ষিণবঙ্গের (Friday Weather Report) আকাশে ঘনিয়ে উঠেছে মেঘ, সঙ্গে বয়ে গিয়েছে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। এর ফলে এক ধাক্কায় তাপমাত্রা (Temperature) নেমে এসেছে বেশ কিছুটা, বিশেষত কলকাতায় পারদে দেখা গিয়েছে লক্ষণীয় পতন।
আরও পড়ুন: Thursday Astrology: প্রেমের ভুল বোঝাবুঝি? আজই হবে সমাধান!
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস: আবহাওয়া দফতরের (Friday Weather Report) পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে রবিবার ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে দমকা হাওয়ার গতি পৌঁছাতে পারে ৬০ কিমি পর্যন্ত। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
শুক্রবার আবার ঝড়বৃষ্টির মূল প্রভাব (Friday Weather Report) পড়বে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ আশপাশের জেলাগুলোতেও থাকবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র-ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা: উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারে (Alipurduar) রবিবার বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। এই তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। ঝড়ের প্রভাব থাকবে দার্জিলিং ও উত্তর দিনাজপুরে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদাতেও বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।