নিউজ পোল ব্যুরো:কখনও সেজেছেন সাধারণ গৃহ পরিচারিকা,কখনও কুঁজো হয়ে থুত্থুরে বুড়ি,আবার কখনও অন্ধ মহিলার বেশে মিশে গেছেন ভিড়ে।শুধু তাই নয়,প্রয়োজনে হাতে তুলে নিয়েছেন কলম,সেজেছেন লেখিকাও!ইনি সাধারণ কেউ নন,ইনি ভারতের প্রথম মহিলা প্রাইভেট ডিটেকটিভ – রজনী পণ্ডিত (India’s First Lady Detective Rajani Pandit)!
আরো পড়ুন:https://thenewspole.com/2025/05/04/the-129-year-saga-ends-from-a-beggars-hut-to-padma-shri-yogi-shivanand-passes-away/
কলেজে পড়ার সময়ই ২২ বছর বয়সে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি জটিল মামলার সমাধান করে ফেলেছিলেন রজনী।এক বান্ধবীকে ভয়াবহ দেহব্যবসার চক্র থেকে উদ্ধার করে তিনি যেন বাস্তবের ‘মিস মার্পেল’ (Miss Marple) -এর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।এটাই ছিল রজনী পণ্ডিতের (India’s First Lady Detective Rajani Pandit) জীবনের প্রথম কেস।
এরপর অদম্য ইচ্ছাশক্তি আর তীক্ষ্ণ বুদ্ধির জোরে রজনী শুরু করেন প্রাইভেট ডিটেকটিভের কাজ।শুধু তাই নয়, কুড়ি-পঁচিশ জনের একটি দক্ষ দল নিয়ে গড়ে তোলেন নিজের গোয়েন্দা সংস্থা – ‘ডিটেকটিভ আর্মি’ (Detective Army)!
তবে এই পেশা তাঁর জন্য সহজ ছিল না।রহস্যের কিনারা করতে গিয়ে বহুবার পুলিশের হেনস্তার শিকার হতে হয়েছে,এমনকি হুমকির মুখেও পড়তে হয়েছে তাঁকে।জীবনের ঝুঁকি তো ছিলই,এমনকী জেলেও রাত কাটাতে হয়েছে রজনী পণ্ডিতকে (India’s First Lady Detective Rajani Pandit)!
তবে এই পেশার প্রতি তাঁর ভালোবাসা এতটাই গভীর ছিল যে,সমস্ত প্রতিকূলতা তাঁর কাছে তুচ্ছ মনে হয়েছে।ইতিমধ্যেই ৮০ হাজারের বেশি জটিল মামলার সমাধান করেছেন রজনী পণ্ডিত।শুধু তাই নয়,নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে লিখেছেন দুটি মূল্যবান বইও।
তাঁর অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে দূরদর্শন তাঁকে ‘হিরকানি অ্যাওয়ার্ড’ (Hirkani Award)-এ সম্মানিত করেছে।২০১৪ সালে তিনি ‘ইনভেস্টিগেশন প্রফেশনাল অফ দ্য ইয়ার’ (Investigation Professional Of The Year) -এর পুরস্কারও অর্জন করেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ভারতের প্রথম মহিলা গোয়েন্দা রজনী পণ্ডিত (India’s First Lady Detective Rajani Pandit) ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি।এর কারণ হিসেবে তিনি একটি গভীর বিশ্বাস পোষণ করেন:”গোয়েন্দাদের নাকি মায়া রাখতে নেই!”রহস্যের জটিল জাল ভেদ করতে,সত্যের গভীরে ডুব দিতে গেলে ব্যক্তিগত সম্পর্কের বাঁধন অনেক সময় দুর্বলতা ডেকে আনতে পারে- এমনটাই মনে করেন রজনী।