Rekhas Sindoor Mystery:রেখার সিঁথির সিঁদুর,ভালোবাসার নীরব প্রতিদান নাকি সময়ের ফ্যাশন?উত্তর আজও অধরা!

বিনোদন


নিউজ পোল ব্যুরো:বলিউডের ‘এভারগ্রিন’ সুন্দরী রেখা,আজও রহস্যের চাদরে মোড়া এক কিংবদন্তী (Rekhas Sindoor Mystery)।তাঁর চোখের গভীর চাহনি,ঢেউ খেলানো কালো চুল,আর সেই অনিন্দ্যসুন্দর হাসি আজও কোটি পুরুষের হৃদয় হরণ করে।তবে সবথেকে বেশি যে বিষয়টি রহস্যের সৃষ্টি করে,তা হল তাঁর সিঁথিতে সর্বদা জ্বলজ্বল করা টকটকে লাল সিঁদুর!

আরো পড়ুন:https://thenewspole.com/2025/05/04/jeet-bollywood-debut-rumors-after-khaakee-success/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR48_Svfh-Y1h3kOOfV_4lllCpTzmMdRtypM4xjPPiLRDs2vz1laBWgqQ1evLg_aem_0RSW5AITowHaX5riPgheyA

একসময়ের সুপারহিট জুটি,অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রেখার (Rekha) প্রেমকাহিনী (Love Story) কারো অজানা নয়।জয়া ভাদুড়ীর জন্যই সেই অমর প্রেম পরিণতি পায়নি,এমন গুঞ্জন আজও বাতাসে ভাসে।তাঁদের অনস্ক্রিন রসায়ন যেমন ঝড় তুলেছিল,তেমনই অফস্ক্রিন প্রেমও ছিল টক অফ দ্য টাউন।কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর কখনোই রূপোলি পর্দায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি।

এরপর রেখা (Rekha) গাঁটছড়া বাঁধেন দিল্লির শিল্পপতি মুকেশ আগারওয়ালের (Mukesh Aggarwal) সঙ্গে।১৯৯০ সালে তাঁদের বিয়ে হলেও, সেই সম্পর্ক স্থায়ী হয়নি।মুকেশের আকস্মিক ও মর্মান্তিক আত্মহত্যা আজও এক গভীর রহস্য।তবে সবচেয়ে অবাক করা বিষয় হল,খাতায় কলমে বিধবা হওয়ার পরেও রেখার সিঁথিতে আজও সিঁদুর দেখা যায়!

কেন?কার জন্য আজও এই সিঁদুর পরেন রেখা?একসময়ে জোর গুঞ্জন ছিল,অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) প্রতি তাঁর নীরব,অব্যক্ত ভালোবাসার প্রতীক এই সিঁদুর।ঋষি কাপুর (Rishi Kapoor) ও নিতু সিংয়ের (Neetu Singh) বিয়েতে সিঁদুর পরে তাঁর আকস্মিক উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।যদিও সেই সময় রেখা ক্যামেরার সামনে বলেছিলেন,শুটিং থেকে সরাসরি আসায় সিঁদুর মোছার সময় পাননি তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

কিন্তু আজও বিভিন্ন অনুষ্ঠানে রেখার সিঁথিতে সেই একই সিঁদুর (Rekhas Sindoor Mystery)!সাংবাদিকরা যখন এই রহস্যের পর্দা তোলার চেষ্টা করেছেন,তখন রহস্যময় হাসি হেসে রেখা উত্তর দিয়েছেন, “সিঁদুর পরাটা আমার ফ্যাশন! ভালো লাগে তাই পরি!”