নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার (Tuesday Weather Update)সকাল থেকে কলকাতায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। তবে মেঘ থাকা সত্ত্বেও গরমের কোনও হেরফের হয়নি। দিনের তাপমাত্রা (temperature)সকাল থেকে বাড়তে থাকে। আলিপুর আবহাওয়া(Tuesday Weather Update) দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ন্যূনতম তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে (Tuesday Weather Update)রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের (South Bengal )অন্য জেলাগুলিতেও একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে তেমন বৃষ্টি না হওয়ায় মাটির তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে।উত্তরবঙ্গে (North Bengalm)হালকা বৃষ্টির পূর্বাভাস বিকেলের দিকে বৃষ্টি হতে পারে পাহাড়ে |উত্তরবঙ্গের কিছু জেলায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিকেলের দিকে বৃষ্টি (rainfall )হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। ইতিমধ্যেই দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু অংশে সকাল থেকে আকাশ মেঘলা (cloudy) রয়েছে। তবে এই বৃষ্টি শুধুমাত্র স্থানীয় প্রভাব ফেলবে। দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।তাপপ্রবাহের সম্ভাবনা কয়েকটি জেলায় বাঁকুড়া, পুরুলিয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে|
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহ হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। এই জেলাগুলিতে দিনের বেলা রোদের তীব্রতা এবং বাতাসের আদ্রতার(humidity) পরিমাণ বেশি থাকবে। কলকাতাতেও গরম থেকে স্বস্তি পাওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT