Priti Patel: “সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাজ্যকেও পাশে দাঁড়াতে হবে”, পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতের হামলার পক্ষে সুর চড়ালেন প্রীতি প্যাটেল

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ (Opration Sindoor) জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাতের ঘটনায় এবার প্রকাশ্যে সমর্থন জানালেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল (Priti Patel)। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি (Priti Patel) বলেন, “ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে। পাকিস্তানের (Pakistan) মাটিতে যেসব জঙ্গি সংগঠন আস্তানা গেড়েছে, তারা শুধু ভারতেরই নয়, পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্যও হুমকি।”

আরও পড়ুন: Yogi Adityanath: মোদীর পর প্রধানমন্ত্রী হবেন? নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন যোগী

‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ (Jaish Mohammad) ও লস্কর-ই-তৈবার (Lashkar E Taiba) ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও ১ জন স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর এই পদক্ষেপ নেয় ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান (Pakistan) একে ‘যুদ্ধ ঘোষণা’র সমান বলে দাবি করে এবং উপযুক্ত সময় ও জায়গা থেকে জবাব দেওয়ার হুমকি দেয়।

তবে প্রীতি প্যাটেল (Priti Patel) বলেন, “আমরা কোনও রাষ্ট্র-ভিত্তিক যুদ্ধ চাই না। কিন্তু কোনও রাষ্ট্রের নাগরিকদের বারবার প্রাণ হারালে, সেই রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার তো থাকেই।” তিনি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে বলেন, “পাকিস্তান (Pakistan) বহুদিন ধরেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক। মুম্বই, দিল্লি, এবার ভারতের বহু শহর এই জেহাদি হামলার দাগ বয়ে বেড়াচ্ছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তিনি আরও বলেন, “যুক্তরাজ্যকে শুধু নীরব দর্শক হয়ে থাকলে চলবে না। আমাদের মিত্র ভারতকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহায্য করতে হবে। শুধু নীতিগত সমর্থন নয়, যৌথ পদক্ষেপ দরকার।” ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকারকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, “পহেলগাঁও হামলার পর ভারতকে আমরা কি কোনও নিরাপত্তা সহায়তা দিয়েছি?”