নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের ওপর নেমে এসেছে জল-সঙ্কটের (India-Pakistan Tension) ঘোরতর ছায়া। সন্ত্রাসের জবাবে এবার ভারত দিল কূটনৈতিক এক কঠিন বার্তা—সিন্ধু জলচুক্তি (Indus Treaty) কার্যত স্থগিত। আন্তর্জাতিক মহলে আলোড়ন উঠলেও বিশ্বব্যাঙ্ক (World Bank) জানিয়ে দিয়েছে, এ চুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তে তাদের কিছু বলার নেই। ফলে ইসলামাবাদ কার্যত পড়েছে এক নিঃসঙ্গ সংকটে (India-Pakistan Tension)।
আরও পড়ুন: India-Pakistan War: আইএনএস বিক্রান্তের দুঃসাহসিক হামলা! করাচি বন্দরে ১২টি ভয়াবহ বিস্ফোরণ
দিল্লির কূটনৈতিক মঞ্চে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (Ajay Banga)। একই দিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) সঙ্গেও আলোচনায় বসেন তিনি। যদিও এই সাক্ষাৎ ‘সৌজন্যমূলক’ বলে দাবি করা হয়, কিন্তু সিন্ধু জলচুক্তি (Indus Treaty) যে আলোচনার কেন্দ্রে ছিল, তা স্পষ্ট।
অজয় বাঙ্গা (Ajay Banga) পরিস্কার জানিয়েছেন, ভারতের যদি এই চুক্তি নিয়ে কোনও কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, বিশ্বব্যাঙ্ক (World Bank) তার মধ্যে হস্তক্ষেপ করবে না। ১৯৬০ সালের ঐতিহাসিক এই চুক্তিতে বিশ্বব্যাঙ্ক ছিল কেবল একটি মধ্যস্থতাকারী, কিন্তু বর্তমান চুক্তি অনুযায়ী কোনও আপত্তি বা বিরোধ এলে ব্যাংক কেবলমাত্র নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের ব্যবস্থা করতে পারে। তা ছাড়া আর কিছু নয়।
বিশ্বব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, তারা শুধু সেই বিশেষজ্ঞদের খরচ দেবে, যা ১৯৬০ সালের একটি তহবিল থেকেই মেটানো হবে। ফলে পাকিস্তানের অভিযোগ বা আন্তর্জাতিক বিচার চাইবার চেষ্টাও এখানে নিষ্ফল হতে চলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
চুক্তি অনুযায়ী শতদ্রু, রবি, বিপাশার জল ব্যবহারে ভারতের পূর্ণ অধিকার রয়েছে। অন্যদিকে, সিন্ধু, ঝিলম, চন্দ্রভাগার ৮০% জল পায় পাকিস্তান (India-Pakistan Tension)। ভারতের ভাগ মাত্র ২০% হলেও, এসব নদীতে ভারত বাঁধ তৈরি করতে পারবে কিছু শর্তসাপেক্ষে। কিন্তু ইসলামাবাদ এসব বাঁধ প্রকল্পে লাগাতার আপত্তি করে এসেছে। সেই অসন্তোষের জবাবেই এবার নয়াদিল্লি চুক্তি কার্যত বন্ধ করে দিয়েছে।