নিউজ পোল ব্যুরো: ভারতের প্রত্যাঘাতে কোণঠাসা পাকিস্তান (Pakistan Crisis)। সীমান্তে টানটান উত্তেজনার আবহেই ইসলামাবাদের (Islamabaad) অর্থনীতিও হাঁপিয়ে উঠেছে। দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিকাঠামোতে এবার নতুন করে চিড় ধরেছে। মুদ্রাস্ফীতি (Inflation), ঋণের বোঝা এবং অভ্যন্তরীণ সন্ত্রাস (Domestic terrorism) সব মিলিয়ে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে পাকিস্তান (Pakistan Crisis)। আর এই সংকট থেকে পরিত্রাণ পেতেই আন্তর্জাতিক দরজায় ঘুরছে তারা।
আরও পড়ুন: India-Pakistan Tension: সিন্ধু জলচুক্তি স্থগিত: ভারতের কড়া বার্তায় জলের জন্য হাহাকার পাকিস্তানে
সাম্প্রতিক সময়ে এক্স-এ (পূর্বতন টুইটার) পাকিস্তানের অর্থমন্ত্রক থেকে জানানো হয়, তারা আন্তর্জাতিক সঙ্গীদের কাছ থেকে নতুন করে ঋণ চাইছে। দাবি করা হয়, দেশের অর্থনীতিকে বাঁচাতে ১.৩ বিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন। যদিও এর কিছুক্ষণের মধ্যেই সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দাবি করে, ওই পোস্ট ভুয়ো, আসলে ওয়েবসাইটটি হ্যাক (Website Hack) হয়েছে।
তবুও বাস্তব সত্য এড়ানো যায় না। পাকিস্তান (Pakistan Crisis) যে গভীর আর্থিক সংকটে (Financial crisis) রয়েছে, তা আন্তর্জাতিক মহলেই সুবিদিত। আর তাই ফের তারা দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF)-এর। শনিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসলামাবাদ (Islamabaad) ও আইএমএফ বোর্ড (IMF)। সেখানে পাকিস্তানের ঋণ অনুরোধ খতিয়ে দেখা হবে।
তবে এখানেই মোড় ঘুরেছে। ভারত ইতিমধ্যেই আইএমএফ-এর (IMF) ওপর চাপ সৃষ্টি করছে যেন পাকিস্তানকে আর কোনওভাবে অর্থ সাহায্য না দেওয়া হয়। ভারতের আশঙ্কা, এই অর্থ শেষ পর্যন্ত সোজা পৌঁছে যাবে আইএসআই ও লস্করের মতো জঙ্গি সংগঠনগুলোর হাতে। আর সেখান থেকেই ফের সক্রিয় হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসের আঁতুড়ঘর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এখন নজর শনিবারের বৈঠকে। পাকিস্তান কি আদৌ ঋণ পাবে? নাকি ভারতের কূটনৈতিক চাপে বন্ধ হবে তহবিলের দরজা? আপাতত গোটা আন্তর্জাতিক মহল তাকিয়ে রয়েছে সেই সিদ্ধান্তের দিকেই।