Weather Forecast : বৃষ্টির ছোঁয়ায় গরমে স্বস্তি, ফের বাড়বে পারদ

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও (Weather Forecast), তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে শহরের কিছু কিছু অংশে।

আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!

সোমবার রাত থেকেই শহরের গায়ে ধুলো ঝেড়ে হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। তবে সকালে ফের রোদের ঝলকানি দেখা যেতে পারে। দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Forecast)।দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে বজ্র-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হলেও বড় কোনো

দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে হাওয়া (Weather Forecast) অফিস। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরে দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হতে পারে। সোমবার বিকেলের পর থেকে বিভিন্ন জেলায় মেঘের আনাগোনা দেখা গিয়েছে। কিছু জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, এটি খুবই স্বল্পস্থায়ী। মঙ্গলবার সকাল থেকে ফের ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় গরম লাগবে বেশি।কলকাতার জন্য সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। গত কয়েকদিন ধরেই শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৮৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ফলে ঘামাচির সমস্যা থেকে শুরু করে অস্বস্তি যেন পিছু ছাড়ছে না।

স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, এই ধরনের আবহাওয়ায় জ্বর, ঠান্ডা ও সংক্রমণজনিত সমস্যা বাড়তে পারে। তাই দিনে বারবার জল খাওয়া, হালকা খাবার খাওয়া এবং সরাসরি রোদের মধ্যে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এই অবস্থায় গ্রীষ্মের এই দমবন্ধ গরমে সামান্য বৃষ্টির ছোঁয়া যেন একমাত্র স্বস্তির খোঁজ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এখনই প্রবল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জুনের দ্বিতীয় সপ্তাহের দিকেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT