Bikash Bhaban:বিকাশ ভবনে ধুন্ধুমার!চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ,হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

রাজনীতি রাজ্য

বিকাশ ভবনের (Bikash Bhaban) সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগে’র অভিযোগ উঠেছে।পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato) এই ঘটনার তীব্র নিন্দা করে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন।সাংসদ অভিযোগ করেছেন,-গত ১৫ তারিখ রাতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপর পুলিশ ‘নির্মম অত্যাচার’ চালিয়েছে এবং ‘অতিরিক্ত শক্তি’ প্রয়োগ করেছে।তার দাবি, পুলিশের আক্রমণে প্রায় ৩০ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন,অনেকের মাথা ও হাড় ভেঙেছে।এমনকি,রিপোর্টে আন্দোলনকারীদের স্পর্শকাতর অঙ্গে আঘাতের অভিযোগও উঠেছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/17/spy-jyoti-malhotra-the-haryana-based-travel-vlogger-arrested-for-allegedly-spying-for-pakistan/?fbclid=IwY2xjawKWgVJleHRuA2FlbQIxMQABHkGF78tcuwhhh_ETkAu3I9bDmBzxpMCK6NNvpA6H4WIbTDWJPZv06IRaWvZR_aem_7eMApxI4mNwPVn9pAEfHSA

জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato) আরও অভিযোগ করেন,-পুরুষ পুলিশকর্মীরা মহিলা আন্দোলনকারীদের সঙ্গে অভদ্র আচরণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন।তৃণমূল নেতাদের ‘দাদাগিরি’র সময় পুলিশের নীরব ভূমিকা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেছেন।তার স্পষ্ট অভিযোগ,-পুলিশ আইন ভেঙে আন্দোলনকারীদের মৌলিক অধিকার খর্ব করেছে।এই পরিস্থিতিতে তিনি কলকাতা হাইকোর্টের কাছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য,২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের পর প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন।এর প্রতিবাদে তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন।একসময় পরিস্থিতি উত্তপ্ত হলে আন্দোলনকারীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং বিকেলে বিকাশ ভবন (Bikash Bhaban) ঘেরাওয়ের ঘোষণা করলে বহু সরকারি কর্মচারী আটকে পড়েন।পুলিশ তাদের উদ্ধার করতে গেলে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে এবং বলপ্রয়োগ করে বলে জানা যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অন্যদিকে,রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার দাবি করেছেন,পুলিশ দীর্ঘ ৭ ঘণ্টা ধরে আন্দোলনকারীদের বুঝিয়েছিল।বিকাশ ভবনে (Bikash Bhaban) বহু কর্মী আটকে পড়া এবং এক সন্তানসম্ভবা মহিলার অসুস্থতার কারণে ‘নূন্যতম বলপ্রয়োগ’ করা হয়েছে এবং সবকিছু ‘প্রোটোকল মেনেই’ হয়েছে।তবে বিজেপি সাংসদের অভিযোগ এবং হাইকোর্টের হস্তক্ষেপের আবেদন এই ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে।এখন আদালতের পদক্ষেপের দিকে নজর থাকবে।